হে মানুষ সকল শুনুন; জানুন; মানবতার কথা!
চলুন আমরা যা জানি না; সেই তা জানি;
প্রচেষ্টা করি জানার নামই জিজ্ঞাসা তবে শিক্ষা
শিক্ষা-দীক্ষা খুবই প্রয়োজন রয় মানবতা।

শিক্ষা ছাড়া মানব জীবন উপভোগ্য অমূলকেরা
শূণ্য গোয়াল খানা যেমন দেখায় বেমানান।
তেমনি মানুষের জী্বন উপযুক্ত সুশিক্ষাই পারে
উপযুক্ত লক্ষ্য অর্জন প্রেম মহত্ত্বে ভরা মন।

অনেক অজানাতে পরনির্ভরশীলতা হয় কি শান্ত
ওরে মানুষ শোন দেখা জ্ঞান অদেখা অশিক্ষা!
কেউ বলে দিল আর করা; হয় কি সুখ নীড় ঠাঁই
অপূর্ণ জীবনমান চলা ধীক্কার গল্প-স্বপ্ন বিথা।

ব্যথার বেদনা তখনই মন জাগে যখন চলি বেহুশ
সেই বেহুশ মন কতকথা বলে জীবন বলে কথা।
আসল-নকল-আর-সত্য-সঠিক- কোন-নিয়ম-না
জানার শিক্ষা অভাব মোচনে শিক্ষা ব্যতিত নয়।

তাই তো কথায় আছে শিক্ষার কোন বয়স নাই'রে
নিজকে জানতে শিক্ষা অর্জন করাই সর্বোউত্তম।
আর যারাই নিজকে জানবে নিজ নিজকেই চিনবে
সেই তারাই অর্জন জানবে অনন্য জ্ঞান সুশিক্ষা।
××××××××××××××××××××××××××
বাণী: অজানাকেই জানার অপর নামই হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া মানব জীবন কখনো পরিপূর্ণতা লাভে ধন্য হতে পারে না।