শিক্ষা বড় শেখা দরকার; শিক্ষা ছাড়া মানব জীবন শূন্য
এই কথাটি বড় যেন ধন্য; শিক্ষা অর্জন মানুষ শূটকী!
শূটকীর দাম মূল্যবান হয়; মানব জীবন দেখা অমূল্যের
তাই মানুষ শিক্ষা কর অর্জন; প্রকৃতই জ্ঞানী জীবন পাও।
দেশ-বিদেশ-অক্ষর জ্ঞান; ধন্য রত্ন সাধন সেবা সর্বত্রেই
লাগে শিক্ষা কত কর্ম-কাজ; ধরণ চলন বলন মূল্যবান।
হায়রে মানুষ করি বড়াই; জীবন যেন কত কিছু অজানা
সেই মনে বলি এমন কথা; মনে পন্ডিত-পান্ডিত্ব সেরা।
শিক্ষা শিক্ষিত আলোক; বর্তিকা এক অনন্য মন মানুষেরা
জগৎ খানা শোধায় ভরা; অপূর্ব জীবনমান হয় সুখ-শান্তি।
শিক্ষা অর্জনে হেলায় ভরা; সেই জীবন নিজকে নিজ পর
অনেক সময় নিজ চেনা; ভাবতে অবাক লাগে কে আমি?
সুশিক্ষা সুন্দর জীবন কর্মে; সততা সুস্থ মন জীবন সুখী
সংসার পরিবার সব আপন; সুখের ঠিকানা বিরাজমান।
যেথায় যাবে সেথায় যোগ্য; খুব খুঁশি লাগে এ'ধরা মনে
অর্থ অর্জন অল্প শ্রম; কল্পনাতিত সুখী সুখ বাস স্বর্গীয়।
*********************************
বাণী: তোমরা সন্তানরা নিজকে গড়েই সুশিক্ষিত হও। দেখবে যখন তোমরা সত্য ও সঠিক পরখে সুশিক্ষিত হয়ে যোগ্য হবে। একদিন দেখবে অল্প শ্রমেই অনেক অর্থে ধনী হবে। আর সেই অর্থ অর্জনই প্রকৃত মানব জীবনমান উন্নত স্বর্গীয় সুখবাস।