শীত বাংলার মানুষের কতটা চেনা
এই শীত আছে এই নাই।
শুরুটা যেমন মন্দা অসাধ শীত।

শীত মৌসুম শীত দেখতে অচেনায়
শরীর যেন মানতে চায় না।
মন বলে শতেক কথা ওরে শীত!

কোথায় যেন হারায়ে যাচ্ছে অতীত
নাই নাই শীত নাই এ'ধরণী।
হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি ফোঁটা অকাল।

হঠাৎ প্রকৃতির ঝড় বাতাস বহমান
শীতের খুঁজেই পাওয়া দায়।
পৌঁষের শীত খরায় ভর মানা ভার!

প্রকৃতি যেন পরিবর্তন সুখ রসনা রম‍্য
শীতের সিজন শীত পাবন মান‍্য।
হরেক রকম পিঠা-পুলি ভোগ‍্য অদেখা।

বাংলার প্রতিটি ঘরে ঘরে সমাগম যেন
এক অনন‍্য খুঁশি সুখ শান্তি দেখা।
সেই দেখা বিলম্বিত হতাশ শীত প্রেমি।

বাংলার নবান্ন এক অপূর্ব প্রাপ্তি মানুষরা
এই শীত নাই নাই; হঠাৎ সৌত!
বেশ লাগছে মহানন্দ শীত মৌসুম ধন‍্য।
************************
বাণী: শীতের আমেজ বড় আনন্দ-ঘন। বছরে ছ'টি ঋতু। দুই মাস পরপর ঋতু পরিবর্তন হয়। আর প্রতিটি ঋতুই মানুষের এক একটি সুখ বয়ে আনে। যা মানব জীবন অপূর্ব জ্ঞান উপলব্দিতে সমৃদ্ধি লাভ করেন। শীত যেন মানবতার এক অনন‍্য পরিচয় বহণ করে থাকে।