এ জীবন কাব্য গাঁথা পুঁথির মালার মত
বিনা সূতার মালা তবুও গলার মাল্য!
মানুষ মানুষেরই জন্য অতি-আপনত্বের
সুখের পরশ ভরা জীবনবোধ কামনা।
একে অপর প্রতি মহব্বত মায়া-কায়ার
এক বিশাল বিশালতা শ্রদ্ধ্যা-স্নেহের।
পরিবার পরিজন এঈ দেশ এক জাতির
শিক্ষা-দীক্ষা শুভ কামনা শুভযাত্রা।
ধনী-গরীব-ছন্নছাড়া-বিবেক-বিবেচকরা
অবিবেচক-পাগল-আবাল-বৃদ্ধরা।
ঘর আছে; ঘর নাই; ধন আছে; ধন নাই;
তবুও একই সমাজ বসবাস জীবন।
আমরা হাসি-খুঁশি-রাগ-অনুরাগ-বিরাগে
আবেগ আল্পুত অভিমান অনুযোগ!
সব মিলায়েই অগ্রগামী পরশ পাথর মন
সেই মন ঐ'জীবন এ'কাল ঐ'কাল!
পরকাল চেতনাবোধের তরে বিশেষ চল
আমরা এমন একটি সামাজিক মনুষ্য!
যথার্থই সুখ ভাবনা জীবন মনপ্রাণ।
করছি বসবাস বাঁধছি ঘর করছি সংসার'
আচার অনুষ্ঠান বিনোদন সামাজিক।
কত যে মমতা ভরা সামাজিক নৈতিকতা
দেখা হয় একত্রে মিলিত হওয়া সব...
মনের গ্লানি মুছে যায় প্রিয় মুখগুলি দেখে
কত ভাল লাগে একে অপর প্রতি।
বিবাহ-শাদী-মুশলমানী-জন্মদিন-মৃত্যুত্তোর
নামাজ-রোজা-ধর্মীয়-অনুশাসন!
আকাশ খানার নিচে আমরা মানব জাতিরা
অনন্য জীবনবোধের তরে সুন্দর।
দেশ-বিদেশ সদা সর্বত্র যেথা খুঁশি সেথায়
উত্তম চেতনা ভেজাল বিহীন মানুষ।
চলছে চলবে আপন মনে বিহঙ্গ পঙ্খি মন
কে আছে বাঁধা দেবার সেই ইচ্ছার।
এমন মানুষ মন-প্রাণ গড়তে জানতে চাই
দীক্ষা-সুশিক্ষা-সুজ্ঞান-মৃল্যবান মনুষ্য।
জীবনধন্য ও স্বার্থক ভাল এবং উত্তম মানুষ
হই যদি আমরা একে অপর যথার্থতা।
দেশ-দশ আমরা মানুষরাই বিধাতার সেরা
সুন্দর জীবন দেশ সুন্দর জ্ঞান কাম্য।