জগৎ খানা এমন জায়গা
সকল শান্তি খুঁজি।
সুখের লাগি ঘুরে ফিরি
বেড়াই নানা স্থান।
শিক্ষা-দীক্ষা-কর্ম-কান্ড
একটিই চাওয়া সুখ।
শিশুরা ভাবে এমন কেন
কখন বেড়ে উঠবো?
তবেই সুখে নাগল পাবো
বড়রা ভাবে শিশুকথা!
মানুষের মত মানুষ করা
তবেই সুখি মা-বাবা।
প্রকৃত সুখ-শান্তি শিক্ষার্জন
শিশু-শিক্ষায় সুখ।
আজিকের শিশু ভবিষ্যৎ দিন
দায়িত্ব নিবে দেশ।
করবে পরিচালনা উত্তম শিক্ষা
তবেই দেশে সুখ।
উত্তম শিক্ষা উত্তম নাগরিকরা
যথার্থ পালন প্রশান্তি।
জনতার কথা জানতে পারা
বলতে পারা অনন্য।
আপন পর পার্থক্য অদেখা
সকল তরে শান্তি।
মুক্তির পথ পেতেই অনুপ্রেরণা
যতই করি উচ্চশিক্ষার্জন!
ধর্মাজ্ঞান অন্ধকার রেখে অন্ধত্ব
সেই জাতিরাই অজ্ঞ।
কেমন করে পাবে সুখ-শান্তি
ধীর মনোবল স্বাধীন!
উদ্ভাসিত মন অধিকারী সেই
মানুষরা পায় শান্তি।।
*****************
বাণী: সুখ-শান্তি পেতে ধর্মীয় জ্ঞান অর্জন ও যথাথ পালনীয়। তবেই মানব জীবনে সুখ-শান্তি পেয়ে থাকে। অন্যথায় অযথা পরচর্চা ব্যতিত আর কিছুই নয়।