স্বাধীনতা অর্থ কি আমি বুঝে গেছি
আমি কিন্তু স্বাধীন নই।
স্বাধীনতা অর্থ দেখছি ওরাই স্বাধীন
মূর্খ দলবলেরা সঙ্গবদ্ধ!

ওরা যদি দেশকেই ভাল বেসে থাকে
ভাল জানা রয় পরিবার!
পরিচয় মনুষ‍্যত্ব সমাজ বুক এক-অন‍্য
প্রতিবেশী সবাই আপন।

তবে কেন কেমন করে করছে একই
স্বাধীন রাষ্ট্রে বসবাস কে..
বিনা দোষ অপবাদ ক্ষতি প্রাণ বিপন্ন?
কোথায় স্বাধীনতা জানি?

মানূষ নাকি মানুষের জন‍্য সেই মানুষ
কিভাবে ক করে করছে..
মানুষ নাম মানুষ নিয়েই খেলা মস্করা?
এক মানুষের সাথে অধর্ম!

অপর মানুষ সহিত সঙ্গী যেতে দেখি
মসজিদ মন্দির গীর্জায়।
ঐ'মানুষ কি আবার হয় কি মন্দ শুনি
বিশ্বাস অবিশ্বাস খেলা।

এবার দেখেন তো দেখি সঠিক জীবন
সত‍্য-নিষ্ঠা চলনে পথটি।
কর্মময় জীবন পবিত্রতা রক্ষায় দক্ষতা
যথার্থতা মূল‍্যায়ন রয়কি?

যাদেরকে দেশ স্বাধীনতার কথা শুনি
বলে বহুবিধ গল্প-স্বপ্ল।
আসল কথা ঐ'তারাই কি স্বাধীন রয়
হিংসা করে এক-অপর।

তারাই নাকি আবার স্বাধীনতা কথাটি
বলে মুখটি হতে শুনুন!
শুনুন দেশবাসী আলবদর-রাজাকার কথা
যাদের নিজ ভাই শত্রু।

সেই পরিবারের সন্তান এ'দেশ আমরা
আসলেই কি রক্ষা পাবে?
ঘর শত্রু বিবিশিখা অজ্ঞ-জ্ঞান-পাপীরা
স্বাধীনতা অর্থ অজানা।।
***********************
বাণী: যে দেশে সত‍্য-নিষ্ঠার মূল‍্যায়ন জায়গায় অবমূল‍্যায়ন! সেই দেশের মানুষ কখনোই সভ‍্য হতে পারে না। ওরা সন্ত্রাস ও চুরি-ডাকাতি মন-মানসিতায় চলাচল করে থাকে। যা প্রকৃত স্বাধীনতায় সভ‍্যতার চাদরে জীবন-যাপন করাটাই পরাধীন।