আজ ইফতার পাটিতে মাননীয়,
সংসদ সদস্য, জনাব, আলহাজ্ব
মোঃ মাঈনুল ইসলাম খান নিখিল
ও আমরা বিল্ডিং ওয়ার্নারস সদস্য!
জনাব, নাজমুল ইসলাম, জনাব,
আবুল হোসেন, জনাব, মুকুল হো-
সেন, জনাব, মোয়াজ্জেম হোসেন,
জনাব, শরীফুল ইসলাম, জনাব,
মালেক হোসেন, জনাব, বিপ্লব,
জনাব, আতিকুর রহমান, জনাব,
জনাবা, আছিয়া আপার স্বামীসহ
সপরিবার স্বউদ্যোগ ইফতারীর
আয়োজন মহত্ত্বতায় ভরা শোভা।
তাই তো স্মৃতিচারণ; অপূর্ব স্নিগ্ধ
পবিত্র মাহে রমজান মাস প্রতিটি
বৎসর বাসাতে উঠার পর হতেই
একত্রে প্রতিটি পরিবার গার্ডিয়ান!
সপরিবার মিলিত মিলন মেলারই
আয়োজন-বিনোদন-মূলক-রোজা!
ইফতারীর সীয়াম সাধন ছওয়াব
এমন করেই আমরা চলে আসছি।
সাথে সাথী হলেন এমপি ভাইয়ের
সঙ্গী সাথী সহপাঠি উপস্থিত জনতা।
একত্রে গোল টেবিল ইফতারী রত
মাগরিব ঘণিয়ে আযানেরই ধ্বনি!!
কানেতে এসে বাজার সাথে সাথেই
ইফতারী পর্ব শুরু; বেশ খোঁশ-গল্প!
ভালই কাঁটলো শুভসন্ধ্যা রোজাপর্বটি
সুখ-শান্তি-সুসম্পর্ক-রক্ষা-সুমন-চাই।
একে অপর প্রতি তবেই প্রতিবেশী।।
**********************
বাণী: একটি সুন্দর পরিবেশ ও পরিবার তৈরিতে বসবাসরত একে অপর সঠিক ও বিবেচ্য বিষয়গুলি কমবেশী ছাড় দিয়েই মুক্তমন অত্যান্ত অপরিহার্য বলে মনে করি।