শোন ছাত্র-ছাত্রী এ'দেশ জেনে রাখ
আজ পড়ালেখা বাদ দিয়ে
করছো আন্দোলন কেন বা করছো?
কিসের নেশায় করছো এমন?
ভেবে কি দেখেছো দেশটির অবস্থা?
কি আছে এই দেশটির বুকে?
আজ তোমরা দেশ নিয়ে করছো খেলা
সড়ক পথ অবরোধ মধ্য দিয়ে।
পথ পারাপার যাত্রীদের করছো হয়রাণী
কি অপরাধ করেছে ঐ'যাত্রীরা?
তোমাদের মনগড়া দাবীর স্বীকার কেন'
রোষানল পরিস্থিতি ভোগ তারা?
যখন নানান কারণে ভূগবে আহত শরীর
তখন দেশ কি দিল করবে বিলাপ!
দেখলো না রাষ্ট্র সরকার করেনি পূর্ণবাসন?
কি যে সমস্ত যাতনা কথা জীবনটি।
সেই জীবন চলাচল আক্ষেপ আর আক্ষেপ
কতটা অবহেলা হবে তোমরা শুনি?
আসলেই কি মানব জাতি অসহায় প্রকাশ?
শুধুই আত্মঃপ্রলাপ বাক্য বুলি বলবে!
হায়রে কেউ নেই অসহায়ত্ব পার্শ্বে সরকার?
এমন প্রশ্নই জাগে দেশ জনতা মনটি।
সকল বেদনা যন্ত্রনা আহাজারী শোক দুঃখ
কি যে এক বেদনার দেশ শুধুই ভিক্ষুক!
কে রে ছাত্র-সমাজ তোমরা উপযুক্ত যোগ্যে
যোগ্যবান সুশিক্ষার্জনে গড়বে জীবন।
সেই জীবন দীর্ঘি বিজয়ী সুউচ্চমান জগৎটি
ভাবনা যোগাবে এক অসাধারণ জীবন।
তুলে ধরবে প্রকৃত মানুষ মানবতা জীবনবোধ
ঐ'ভাবনা দেশ দেশ ছাত্র সমাজ কল্যাণ'
নিয়ম আইন-কানুন প্রয়োগ সহায়ক জ্ঞান চর্চা
কল্যাণী হবে দেশ ও দেশ ছাত্র সুব্যবস্থা।
ভুলের মধ্যে ভুল কেমনে হবে সংশোধন বলি
বলুন সদা জীবন রচনা কিসের নেশায়'
প্রাণ দিতে তোমরা রেল লাইন শুঁয়ে অবরোধ
ঠেঁকাও রেল আ হা রে দেশ প্রেম জাতি?
মানুষ হওয়ারই খবর নেই পাগল পারা ভারী
পাগলা গারোদ পাগলের জন্য ঠাঁই নয়!
ঠাঁই শেষ মেষ অশিক্ষার্জন ছাত্র আন্দোলনরা
জীবন শেষ পড়ালেখা শেষ সময় শেষ!
না পাবে জীবনের সঠিক ও সুস্থ্যতার পরিচয়
না পাবে বিধাতার বিধানের অনুশীলন!
কোথাও এই আন্দোলন ঠিকানা ভাবনা মাথা
বিগরে হাজার কথা মাথায় ভর করছে।
আমি কবি কি লিখব কবিতা ভয় হয় ভীষণ
কে বা কাহারা আবার মাইন্ড করে বসে।
ভীষণ ডর লাগে ঘৃণা জাগে মনটির মধ্যে কি
যে, এক কঠিন দেশে জন্ম করছি বসবাস?
সকলেই হতে চাই রাজা-বাদশা কেউ কারোই
নিকট ছোট হতেই চাই না। অথচ নই যে'
যোগ্য প্রকৃত প্রাপ্তির প্রার্থীতা জীবনবোধ শক্তি
তবুও আমরা দলবল বাহারী কি যে রঙ্গ?
ছাড় ঐ'রঙ্গ মঞ্চ ছাড় আন্দোলন ধর কলমটি
হাতে তুলে নাও বই খাতা শুরু কর পড়া।
যোগ্য মানুষ হও; যোগ্য জায়গা আর্শীয়ান হও
দেখবে একদিন অনিয়ম থাকলে পেয়েছো'
দেখা তোমাদের কর্মময় জীবনে তখন অনিয়ম
সংশোধন করিও সেই প্রত্যয় রাখবে মনে।
এমন করেই সংশোধন করতে হয় অনিয়ম সব
জীবন তখনই স্বার্থক নিজ হাতে কি দিলে..
দেশ তথা ছাত্র জনতা উত্তম উত্তমতা ধীর মনটি
তখনই একজন প্রকৃত সুশিক্ষা কর্মজ্ঞ মনুষ্য।
আর সেই সফল জীবন আসল আন্দোলন মানুষ
অন্যথায় কোনইলাভ নেই জীবন রসাতলে।