সুন্দর দেশটিতে সুন্দর মন মানুষ চাই
হবে না কোন হানাহানি।
থাকবে না কোন দোষারোপ এক অপর
সেই মানুষ মন মনুষ‍্যত্ব!

তৈরি আমরা মানুষরা হবো কবে তবেই
দেখবো দেশ জনতা সকল।
সুন্দর দেশ প্রেম বাংলার বাঙ্গালী গুণিজন
হদা সত‍্যের পূজারী-পূজারিণী।

সভ‍্যতা ছড়াবে সকল দেশ জনতা তরে
এ'ধরা এক অনন‍্য শোভা ভরা।
কোন মানুষে হানাহানি নয় চলবো একত্র
বসবাস করবো মোরা সাথী বেশ।

শান্তি কামনা করি যুদ্ধ নয় সকল দেশ তরে
এসো সকল দেশ রাষ্ট্র নায়ক!
শপথ করি কোন দেশ একে অপর দখল নয়
যার যার দেশ রক্ষায় উন্নত মন।

সেই সকল রাষ্ট্র নায়ক চাই পর্যায় ক্রম ধারা
কে কত জনতা কল‍্যাণ করবে;
সেই নেতা জনতা চাইবে দেশ পরিচালনায়
কোন গদী লোভ লালসা নয়!

যোগ‍্য ব‍্যক্তির যোগ‍্যতার বল নিবে দায়িত্ব
দেশ পরিচালনায় ব‍্যর্থতায় ছাড়!
ব‍্যক্তির চেয়ে দেশ বড় দেশ চেয়ে ব‍্যক্তি নয়
কোন দেশ কামনা নয় নেতা রক্ত।

সকল দেশ সৌহাদ‍্যে রইবে মুক্তমন আলোচনা
বরণ করবে কল‍্যাণ জনতা সর্বাগ্রে।
সেই মনের নেতা হও তৈরি প্রজন্মরা সকল ঐ'
দেখবে কত শান্তি পাবে দেশজনতা।
***************************
বাণী: দেশ প্রেম মানুষেরা কখনো বিশ্বাস ঘাতক হয় না। আর ঐ' সকল লোকেরাই প্রকৃত দেশ প্রেমিক।