সমাজের কথা পরিবার কথা সামাজিক ভাবনা
সব দায় এসে দেখা দেয় সেই ছোট্ট বেলা হতে।
পারিবারিক গঠন সমাজ চেতনা হ্নদয় সঠিকতা
কোথায় যেন গড়মিল মানুষ পরিবার বসবাসে?

কেন মানুষ হচ্ছি আমরা এমন এই রই বেশতো
লেগেছে ভাল খুব খুঁশি মনটি হাসিতে আটখানা।
কত মায়া ভরা পরিবার মানব শিশুর জন্মদাতা
বিধাতার দয়া ছায়া রহমত বরকত আকাশখানা।

সুসন্তান কামনা বাসনা জাগা একটি মাত্র চাওয়া
হে আল্লাহ্ রহম করিও সন্তান ও মাতা প্রতি দয়া!
এমন করেই শিশু শৈশব কিশোর কিশোরী বৃদ্ধি
এক এক করে বাড়ছে পরিবার পরিজন সদস‍্য।

সমাজ বড়ই আস্তাচল অবিচল বিরাজমান ধারা
সমাজ কখনো দাঁড়ায়নি দাঁড় করাতে হয় সমাজ
মানুষের প্রয়োজন মেটাতে সমাজিক দায়বদ্ধতা
মানুষ যদি হয় প্রকৃত বিধাতার দয়া প্রাপ্তি মনূষ‍্য!

মানব সন্তান যখনই সুবিবেক মনুষ‍্যবোধ তৈরি
সেই না সমাজ গঠন হবে অনন‍্য সামাজিকবোধ।
পরিবার এলোমেলো থাকা বড় দায় দেখা দিবে
সাম‍্যতা বোধতা অপূর্ব মুগ্ধতা ভরা সুন্দর প্রাণ।

আত্মার আত্মশুদ্ধি অনুপ্রেরণা শুভসূচনা শুভমন
পরিবার সমাজ গড়তে প্রয়োজন ঊষামন মানুষ!
সব মানুষ সমান নয় সমাজ বুকে জানি সকল
ঐ'সেই চেতনাবোধ শক্তি জাগ্রত সমাজ মনুষ‍্য।

তবেই মানুষ সুন্দর পরিবার পাবে সামাজিক
ভাল আর মন্দের ভেদাভেদ জানা থাকা চাই।
জ্ঞান লব্দ উপলব্দি সেই সকলেরাই সামাজিক
পরিবার আর সমাজ নিরাপদ ঠিকানা গড়নে।
***************************
বাণী: একটি পরিবার একটি স্বর্গীয় সুখ হওয়াটা খুবই জরুরী। আর সেই সুন্দর সামাজিক পরিবার গঠন পঠন নিয়ম-নীতি-নৈতিকতা প্রতিষ্ঠিত হওয়া চাই পরিবার আর সমাজ ব‍্যবস্থায়। তবেই শিশুরা সুন্দর পরিবেশে গড়ে উঠবে। আর সেই শিশু মনটি বেড়ে উঠবে চমৎকার একটি সুকৌশর মাধূর্যতা পূর্ণ‍ে অনন‍্য পরিবেশ গঠন গড়ন শোভায়।