এই বয়স ষোল বয়স পূর্ণ হয়েছে
এখন সৈনিকে যোগদান সময়।
মন বলে হতে সৈনিক এ'দেশের
বাংলার মাটি যেন সৈনিক ঘাটি!

সভ‍্যতা বিকাশ লাভে জন্ম স্বার্থক
করাটাই মন মাঝে একটি চাওয়া!
আমি হব সৈনিক এ'দেশ রক্ষার্থে
এমন দীক্ষা মনবল প্রতীক্ষা হ্নদ।

কবে হবে আশা পূরণ বয়স ষোল
আজ কাল সৈনিক ভর্তি প্রকাশে!
সরকারী ভাবে পত্রিকায় প্রকাশ‍্য
সৈনিক ভর্তি সৈনিক ভর্তি প্রচার।

আমি যুবক তীর্য তেজসক্রীয় মন
চরম ইচ্ছা অবসান অপেক্ষিত প্রাণ
সুন্দর আত্মার সুখ-শান্তি কামনায়
আমি সৈনিক ভাবনা ষোল উৎসাহ।
********************
বাণী: চলমান