সাগর বলে কথা ঝর্ণাধারার সাথে
কত যে ভালোবাসী তোকে।
এমন করে শ্রাবণ দেখা ছলছল
অমৃয় সুন্দর সরু বহমান।
অনেক স্বপ্ন আঁকা-বাঁকা ঢেউবারী
কল্পনা দীপ্তচেতনা বহে!
অপূর্ব একরাশ অনুভূতি শিহোরণ
মানব মন আর সাগর।
চলমান...