এই বাংলার আকাশ বাতাস সবই বিধাতার দান
আমরা বাঙ্গালী এ'দেশ আমার তোমার!
কত স্বপ্ন-আঁকা মনটি হ্নদয় মধ‍্য খান উৎফুল্লিত
আত্মার আত্মঃমর্যাদা পরিপূর্ণতা চায়।

নদী-নালা-খাল-বিল-হাওর-বাওর-ছোট-নদী-ডুবা
কত স্বপ্ন আঁকা থাকে জেলে সমাজেরা।
মাঝি মল্লার পারা-পাররত শিকার পানিতে মস‍্যরা
আমিষ পূরণ এ'ধরা রুপসী বাংলা হ্রদ।

সোনার সোনালী সফল ফলে এই বাংলার মাটিতে
কৃষকেরা শরীর ঘাম ঝরায় ফলায় ফসল।
সেই না ফসল দেখে কৃষাণীরা খুঁশিতে হাসে সরব
হাসি যেন গোলাপী ঠোঁট পুলকীত তৃপ্তির!

মাছে ভাতে বাঙ্গালী অপরুপ শোভায় ভরা বাংলা
সোনা সোনা লোকে বলে সোনা নয় খাঁটি!
তার চেয়েও খাঁটি'রে আমার বাংলাদেশেরই মাটি
এই দেশ আমার আপনার সকল বাঙ্গালীর।

সুন্দর আকাশ; সুন্দর বাতাস; সুন্দর ফুল ও ফল
স্বাধীনতা এক অনন‍্য অস্তিত্ব রচনা বাংলা!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ'দেশ জনতানেতা
সার্বভৌমত্ব' লাল-সবুজ পতাকা শিখরত্ব।

আমরা পেয়েছি একটি নিজস্ব আকাশ ছায়া ঠিকানা
সবুজ মুক্তি কামী মাতৃভাষা বাংলাকে।
শত শহীদ রক্ত বিনিময় অর্জিত মর্যাদা পূর্ণ এ'অস্তিত্ব
স্বাধীনতা লাভ ত্রিশ লক্ষ‍্য শহীদ রক্তে।

সবুজ আসেনি কোন অলৌকিক চেতনা কোন দয়ায়
ঊনিশশত বায়ান্ন ভাষা আন্দোলন পর্ব!
ঊনিশত একাত্তুর দেশ স্বাধীনতা সংগাম পশ্চিমাদেশ
সবই ছিল বাঙ্গালী নির্যাতন নীল চাষে।

পাহাড়-পর্বত-শৃঙ্গের অনন‍্য নীলাভূমি ঝর্ণার রিমিঝিমি
শব্দ সুন্দর স্রোতধারা খড়প্রখর সৌন্দার্য!
সমূদ্র সৈকত জোয়ার ভাটা দেখা এক বিনোদন মেলা
চমৎকার শোভায় শোভিত কক্সবাজার বীচ।

অপূর্ব নীলাভুমি হারমানে মন দেখতে পরম সজনেরা
পতেঙ্গা যেন বাংলার সুপরিচিতি ঐ'তির্য‍্য।
চট্টগ্রামের বন্দন ও পাহাড়ী অঞ্চল ফলজ সব কল‍্যাণ
মানবতা সমারোহ আর্শীবাদ বিধাতার দান।
*******************************
বাণী: সমস্ত কিছুরই মালিক একমাত্র আল্লাহ্। আল্লাহ্ পবিত্রতা পছন্দ করেন। কোন অন‍্যায় কর্মনয়! একটি দেশ যখন প্রকৃতি ও প্রাকৃতিক নীলাভুমি সম্পদে অন‍্য রাষ্ট্রের নজর আকৃষ্ট করে। বিধাতা বলেন জ্ঞান অর্জন কর দেশ ভ্রমণের মধ‍্য দিয়ে। তাই তো জ্ঞান আরোহণ ও একদেশ হতে অন‍্যদেশ ভ্রমণ বা সফর যায়েজ করেছেন। সেই শর্তে দেশ ভ্রমণ করা যেমন জ্ঞান অর্জন হয়। তেমনি কল‍্যাণও বয়ে আসে।  বাংলাদেশ একটি সুন্দর দেশ। এই দেশটাকে আদর করে স্বাধীনতার সার্বভৌমত্ব অস্তিত্ব ধরে রাখা বাংলার প্রতিটি সুনাগরিকের নৈতিক দায়িত্ব ও কর্তব‍্যও বটে। এমন দেশ প্রেম নাগরিকের অভাব কাম‍্যনয়।