পবিত্র রমজান আসে চলে যায়
প্রতিটি বছর ঘুরে ঘুরে!
মুসলিম জাহান পালন মহব্বত
অনেক যত্ন সতর্ক রয়।

সেহরী পানাহারে সারাটি দিনে
কতটা অধ‍্যাবসায় মনটি।
কর্ম ব‍্যস্ততার মধ‍্য দিয়ে রোজা
রোজা পালন ব্রত:প্রাণ।

চোখেরই সামনে কত খাবার থাকে
দেখা মাত্রই চোখ ফেরায়!
লোভ-লালসা আসে না প্রাণ মাঝে
সিয়াম সাধন বলে কথা রয়।

ধর্মীয় অনুভূতি এক অসাধারণ অস্তিত্ব
এরই নাম অনুশাসন বিধাতার।
একজন রোজাদার মানুষ কতটা উত্তম
আল্লাহর প্রিয় বান্দা-বান্দী বটে।

রোজা শুধু পালন নয়; রোজা রক্ষা জানা
শুধুই জিহবার লিপ্সতা নয়!
কথা-বার্তা-আচরণ-আচরণ-সব কাজের
রক্ষায় নিবেদিত তবেই স্বার্থক।
************************
বাণী: রোজা পালন করা আর শিষ্ঠাচার সভ‍্যতার উন্নয়ন ঘটানোর অপর নামই হল সিয়াম পালন স্বার্থকতা। অন‍্যথায়, সিয়াম পালন শুধু না খেয়ে উপশ মাত্র। যা আল্লাহ্ পছন্দ করেন না। তাই রোজা রক্ষায় যথাযথ সর্তকতার সহিত পালন করাই উত্তম।