যে দেশের মানুষ উপকার অস্বীকার করে
সেই মানুষ কি করে বুঝবে মানবতা কি?
পিতা-মাতা কতটা কষ্টে সন্তান মানুষ করে
সেই সন্তানেরা যত সহজে ভুলে যায়!
আপন জনদের কষ্ট কথা প্রিয় মুখগুলি ঐ’
ঐ’রকম অমানবতা চেতনা মানুষ মন।

কি করে সভ‍্যতা পরিচয় পেতে পারে এ’ধরা
একই সাথে একই কষ্ট বেদনা ভোগ।
মানুষ কত চেতনা জন্ম নেওয়া একে অপর
তাই তো রক্ত মশাল জ্বালায়ে সংঙ্গ।
আমরা করবো জয় সমস্ত বৈষম‍্য দূর করে
একে অপর সংকল্প ভাবনা বিজয়!

রূখে দাঁড়ায় সমন্বয় সকল মানুষ ছাত্র-জনতা
ওরা সকলেই এক ও অভিন্ন রচনা!
রক্ত দিতে দ্বিধাবোধ করবে না বৈষম‍্য বিরূদ্ধে
বিজয় রক্ত বিনিময় জীবন বির্সজন।
কে এমন আছে রক্ত মূল‍্য দিতে জানে এ'ধরা?
ওরা এক ওরা দলগত দলবদ্ধ ঠিক!

আসলে সকলেই সুবিধাবাদী মুখোশ পরিহিত
বাহির প্রকাশ এক ভিতর ভিন্নতা।
সুযোগ বুঝে সুবিধা হাওয়া বহে যে দিকে ওরা
ঐ'সেই বাতাসে ভাসায় গাঁ! ওরা'
ওদের নিকট খোদা আর ভগবান কৃষ্ণ সবএক
না আছে ওদের দুনিয়া না আখেরাত!

রক্তমূল‍্য ওদের কোন যায় আসে না ওরা ধূরন্ত
নাই ওরা এমন বেঈমান মা-মাসি কি?
ওদের নিকট রয় না মানবতা রক্তমূল‍্য নারীকাটা
ধন ভাই-বোন-পিতার কষ্ট সাধন কথা।
ওদের জন‍্য দেশ আর মানবতা হীনমন‍্য স্বার্থপর
তাই তো মনে হয় দেখা মিলবে ভাগ‍্যে।

সভ‍্যতার বিকাশ যুদ্ধ বিজয় শেষ মেষ শূন‍্যতা
হিতকর জীবন যেন বৈষম‍্যই পেরোতে।
কোথায় কার জন‍্য কে দেখে কাকে মানতে চায়?
সবারই অভাব সকলেই রাজা হতে চায়।
থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে
সবাই রাজা যখন হতে চায় তাই তো ঐ'

সেই বোকা মন মানুষ আপন পর হাল ছেড়েই
চলছে হবে রাজা যে কোন উপায় অন্ত।
সমন্বয় রচনা জোট এক বিশালতার একত্রতা
সঙ্গবদ্ধতা বিরাজ থাকবে কি মিলেমিশে?
সবাই যখন রাজা হতে চায় দাবী মোরা সদা
পথ হারতে পথিক যেথায় দিক ঠিক কি?

মানবতা কোথাও নেই কোন মানুষদের মধ‍্যে
দলবল দলনেতা সঙ্গ যথার্থ আছে মূল‍্য।
সেই মূল‍্য অবক্ষয় লোভ শুধু বিতারিত মনুষ‍্যে
তাই তো আজকের সংগামী রক্তমূল‍্যহীন।