রহস‍্যময় মানব জীবনবোধ
জাতিগত সত্ত্বার অধিকার!
কোথায় প্রকৃত মানবতা রয়?
আপনত্ব প্রতিবেশী আত্মীয়।

অনেক দেখা চেনা ও জানা
তবুও মানুষ চিনতে পারাটা!
বড়ই দায়; না পিতা-মাতা-
না অন‍্যান‍্য প্রতিবেশী সঠিক!

এ'মানুষ নাম বিধাতায় রয়
আসল কথা বিধাতা মানুষকে
প্রকৃতই মানুষ বলেছেন? না
তা কিন্তু কখনোই বলেননি।

মানুষ হতে হলে সুজ্ঞান বুদ্ধি
পরিচয় বহণ পরিপূর্ণতা মন!
আদর্শ-সত‍্য-নিষ্ঠাবান-কর্মঠ-
আল্লাহকে শরীক না করা ও..

অপরের হক নষ্ট না করারই
মধ‍্য দিয়েই সুন্দর স্বভাবের
গুণাম্বিত ঐ'সকল মানুষেরই
কথা প্রকৃত মানুষ পরিচয়!!

মিথ‍্যা বলে চল-মানুষরা কি
কখনো হতে পারে  মানুষ?
তার পরেও আমরা পরিচয়ে
মুখোশ পরিহিত অমানুষেরা..

বিধাতার বিধানের হুকুমের
তোয়াক্কা না করে, চরিত্রের
ত্রুটি রেখে, সঠিক ও উত্তম
কর্মঠ জীবনের চিন্তা না করে..

চলছি ধান্দা ভরা মিথ‍্যা হাসি
হেসে। এমন মানুষ আমরাই;
জ্ঞান থাকতেও অজ্ঞান মানুষ'
ধরণীতে বহমান সেই মনটি..

ধর্ম-পালন-নেশায়রত-সংসার
ছন্নছাড়া। না পরিবার ঠিক না
নিজস্ব সত্ত্বার পরিচয় ধারার?
আমরা আল্লাহর বান্দা সকল!

ধর্মজ্ঞান শূন‍্যে তাও ধার্মিকতা
আল্লাহর বিধানের অনেকাংশে
মানুষ স্পর্শতা নেই অন্ধজ্ঞান!
সেই তারাও বুদ্ধি দিতে জানে।

কোথায় রহস‍্য এ'ভব তটে বলা
বড়ই অসম্ভব মানুষ নাম জবে।
রহস‍্য উদঘাটন খুবই সহজ যদি'
হই আমরা সত‍্য ও প্রকৃত জ্ঞানী!

আর যদি হই দাম্ভিকতা অসভ‍্য
অমানুষ ধর্ম-জ্ঞানহীন বুদ্ধিমান!
বিশেষ প্রেমি-প্রেমিকা ভক্তিতে
খোদা-বিধাতা-ঈশ্বর-আল্লাহ্-

ভগবান-হরেক রকম শান্তনারই
অপশক্তি ব‍্যবহার অশ্লীল প্রশান্তি
খুঁজি মিথ‍্যা বিধাতারই দরবারে।
তাই তো আমরা মানুষরা নই যে
মানুষ প্রকৃত সমাজ পরিচালনায়।

সেই তো রহস‍্য উদঘাটন অসম্ভব
ভন্ডে ভন্ডে ভরে যাচ্ছে দেশ-বৈ'শ!
কখনো সখনো দেখাতে পাই ভন্ডে
ভন্ডরা বিধাতার পক্ষে এমন নীতি..

বাক‍্য প্রকাশ করে যা শুনলে বিশ্বাস
করাই দায় যে সেই তারা বিধাতার
শত্রু ধর্মের কলংঙ্ক নয়! কি যে ভ্রান্ত
ধারণায় জীবন চলমান মানুষ আমরা।

কার বলি চোর নিজ মাথা অপর ধন
বহণ আত্মঃগোপন। এমন চরিত্র হই
মানুষ মানবতা আমরা জগৎখানাতে।
রহস‍্য রহস‍্যময়;
জীবন চলমান জন্ম মৃত‍্যু প্রজন্মান্তর।
মানুষের ধর্ম পালন আর চরিত্র গঠন!
তখনই ধার্মিক যখনই ধর্ম-জ্ঞানমান
সৎ চরিত্রবান অপর ক্ষতিতে নয় চক্ষু
শূল। সেই হল ধার্মিক ও সমাজ অনন‍্য।

এর বাহিরে মানুষ কখনোই স্বচ্ছ নয়
তা ছাড়া মানুষ ও মানব জীবন ঠুঙ্গা!
রসহ‍্যাবৃত্তাকার মুখোশ আড়াল যন্তু
চলের রসহ‍্য ভরা অলিক জীবনমান।
*********************
বাণী: এসো আমরা যার যা যোগ‍্যতা আছে। তা প্রকাশ করি। সেই যোগ‍্যতা নিয়েই সঠিক আত্মঃমর্যাদাপূর্ণ কর্মে ধাবিত হই। আর কর্ম দেখে কর্মশিক্ষায় নিবেদিত হলেই প্রকৃত আত্মঃকর্মসংস্থানে উন্নত জীবন প্রাপ্তি হতে পারবো। আর তখনই আমরা রহস‍্যের উদ্ধে মানুষ। আর নয় তো সারাটি জীবনই রহস‍্যে ভরা থাকবে। এই ভাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যা মানুষ হিসাবে জন্ম নিয়ে মোটেও কাম‍্য নয়।