পবিত্র সিয়াম মাস আসে প্রতিটি বছর ঘুরে
সিয়াম সাধনায় রত রই আমরা মুসলিম!
সারা জাহান একত্রে।

তিন ধারাবাহিক রীতিতে সিয়াম পালনীয়
প্রথম শুরূ রহমতের অসিম ভান্ডার দ্বারা।
তাই তো আছ শেষ হল রহমতের দশদিন
হে আল্লাহ্ ভুল ত্রুটি ক্ষমাতে রহমত দিন।

মানুষ আমরা তোমারই সর্বশ্রেষ্ঠ‍ জীব-
আশরাফুল মাখলুকাত!
শয়তানও তোমার সৃষ্টি সর্বাঙ্গে শিরায়-
উপশিরায় মানুষ অঙ্গে!

আর সেই মানুষ আমরা সঠিক পথ চলি
কখনো করতে চাই না অসৎপথ অবলম্বন
শয়তানই প্রবেশ করে অজানাতেই মনটি
ব‍্যাকুল করে পথহারায়ে অবিবেক চৈতন‍্য।

তাই তো মানুষই অনেক কষ্ট পায় ভুলে
তোমাকেই ডাকি আমরা মানুষরা ক্ষমায়।
দাও না হে আল্লাহ্ ক্ষমা ও মার্জনা করে
তুমিও তো মার্জনাকারী ক্ষমা রক্ষাকারী।

তুমি ছাড়া মানব জীবন চলা একদম নয়
শ্বাস-প্রশ্বাসে তুমি সর্বোত্র বিরাজমান।
যতই শয়তান করুক না মানুষকে দিক-
হার, দেশেহারা। তুমি ঠিক রাখাতে চল।

এ জীবন শুধুই তোমারই আরাধনাতেই
চলে আসছি আমরা মানুষরা মুসলিম।
তুমি ছাড়া নেই কোন ঠিকানা এ'জগৎ
রক্ষায় দাও রহমত-বরকত-ফজিলত।
***********************
বাণী: আল্লাহ্ই একমাত্র মানুষের রক্ষাকারী। তাই আল্লাহর হুকুম পালনের মধ‍্যেই মানব জীবন চলমান মান‍্য অবধারিত ও সম্মান জনক।