মি. রবি কম্পিউটার এক্সপাট
জানে বেশ মন্দ নয়।
ব‍্যবহার চমৎকার স্বভাব সুলভ
কয়েক মাস হয় সাক্ষাৎ।

চাকরী করতো একটি সেবাফার্মে
আইটি ইনচার্জ পদবতে।
হঠাৎ প্রতিষ্ঠান ব‍্যবস্থাপনায় ত্রুটি
কর্ম-হারা হয়ে পড়ে রবি।

একটি ব‍্যাংকের বুথে কথা পরিচয়
আমার বিশেষ দরকার ছিল।
দু'জনে এলাম বাসায় আলাপ পর্ব
কাজ কথা কম্পিউটার সমস‍্যা।

ছেলেটি কাজ করে সমস‍্যা সমাধান
ভারীপটু অসাধারণ ব‍্যবহার।
মুগ্ধ ছড়ানো বিকাশমান মানবিকতা
ঐ'যে কাজে ব‍্যস্ত কম্পিউটারে।

র; ব ই'কারে:
র-তে রসিকতা মন অধিকারী
বি-তে বিশ্বাস যোগ‍্যতা রাখে।
চলমান