প্রেম ছাড়া কি মানুষ রয় এ’সমাজ তটে
সকল মানুষই প্রেম জানে।
সভ্যতার যখন বিকাশ যখন ছিল অন্ধত্ব
সেই হতেই শুরু প্রেম জগৎ।
মানুষ বলতে প্রেম আছে একটি মানুষে
একটি প্রেম অন্তর মন রয়।
তিলে তিলে পুষে রাখা সভ্যতা প্রেমটি
এমন করেই মানুষ সুন্দরত্ব।
প্রেম মানে নারী-পুরুষ উদ্ভাসিত উন্নত
জীবন পেতে সুখ প্রশান্তির!
একটি অপূর্ব হ্নদয় তৈরি সহায়ক মন
প্রেম ভালোবাসা প্রেয়সীরা।
সভ্যতা বিলাপ বিকাশ এ’ধরা অনন্য
যুগল বন্দী বিবাহ উপযুক্ত’
নারী-পুরুষ যৌবন পিপাসে পিপাসীত
যোগ্য হবে একদিন এ’তটে।
একে অপর দায়িত্ব নিবে প্রেম ভাবনা
ভালোবাসা সুখী ঘর প্রাপ্তি।
অভাব যেন না পায় কোন প্রেম-প্রেমিক
সুখবাস সুখ ঘরটিতে প্রেম।
***********************
বাণী: চলমান