একটি কবিতা লিখছি শোন সকল জনতা
জানুন কি বলতে চাই মন দিয়ে শুনুন!
কেউ আমার কথায় অধৈর্য হবে না শুনুন
আর জানুন আমরা কেমন মানুষ দেখুন।
সকল রাজনৈতিকেরাই চায় দেশ জনতা
সক্যাণ ও উন্নয়ন শুভকামনা ওয়াদা!
এই হয় নির্বাচনী প্রচারণা কত কথামালা
প্রকৃত পক্ষে ক'জনা নেতা-নেত্রী রক্ষা!
করছে রক্ষা ওয়াদা দেশ সাধারণ জনতা
সুখ-দুঃখ-বেদনা-সহায়তা সমবেদনা?
পদ-পদবী গদী চায় শুধু একে অপর দল
করছে খেলা শ্লো-গান সমাগম ফাঁদ।
এদেশ কল্যাণ যাক জাহান্নাম গুল্লাই সব
নেতা আমার হতেই হবে স্বপ্ন তাই।
ওরে অবুঝ ওরে বোকা মানুষ হাদারাম
কেমন করে করছিস প্রলাপ কাব্য?
চিন্তা ভাবনা সবই হল এক হদসছাড়ার
কিসের নেশায় কেমন করে ভাবছো?
কোন কর্মটা করতে চাও সে না চেতনায়
ব্যাকুল অদেখা চলছো তো চলছেই!
শ্লো-গান আমি নেতা-নেত্রী এই দেশাত্মক
প্রকৃত করছো গদির আশা দেশশত্রুতা।
এমন মন মানসিক মানুষ করো রাজনীতি
আজ আর কাল সবই হয় জানা কুবুদ্ধি।
ধ্বংস খেলা মাতোয়ারা নীতি রাজনৈতিক
চেতনা মানুষ হয়ে মানুষ ঠকানো মন।
কল্যাণের সব কথা ছেড়ে করছো তোমরা
নোংরামী একে অপর গীবত রটনারত।
রাজনৈতিক প্যান্ডেলে জনতা সমূদ্রে কি বল
এক সময় তোমরা কি বক্তব্য দেখ না?
কেমন শুনতে পাও ভাল লাগে কি ঐ'রকম
ওরে অবুঝ হিংসা পরায়ন রাজনৈতিক?
পাগল না ছাগল শুনতে কি পাওনা তোমরা
মানুষ করে রাজনীতি দেশ পরিচালনা।
নিয়ম-নীতি আদর্শ সুশিক্ষা অর্জন প্রয়োগে
অশিক্ষা দেখবে সুশিক্ষা দেশ কল্যাণ।
দেশ বরেণ্য বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী তোমরা
করছো করেছো রাষ্ট্রবিজ্ঞান পড়ালেখা।
সেই না তোমরা আমরা কি শিক্ষার্জন করেছি?
আসলে কি রাজনৈতিক নৈতিক আমরা?
সুশিক্ষা দেশ উপহার লোভ কোন শিক্ষার নয়
অপরাধ কোন জ্ঞানবোধ নয় অপূর্ব মন!
সেই মন মান জ্ঞান নীতি-নৈতিকতা অর্জনেরা
করবে রাজনীতি দেশ ও দেশাত্মবোতায়।
কোন হিংসা নয় একে অপর মানুষ মানুষ প্রতি
দেশ রক্ষায় থাকবে ধীর মনোবল আদর্শ!
রোষানল নয় কাম্য সভ্যতা অনৈতিক আচরণ
পবিত্র জীবন পবিত্র নীতি বিধাতা সমেত।
ঐ'তারা এই দেশ কল্যাণ অর্পিত জাতি গঠনে।
***************************
বাণী: রাজনীতি কোন অরাজনৈতিকদের অসভ্যতা সাপোর্ট করে না। যারা অসভ্যতাকে কেন্দ্র করে রাজনীতি পুঁজি করে অবৈধ জোর যার মূল্লুক কামনা করে দীর্ঘ মেয়াদ ক্ষমতায় থাকে। তাদের ভবিষ্যৎ পরিনতি কখনোই ভাল হয় না। সেই জন্যে পরিশুদ্ধ নেতা ও রাজনৈতিক দল দেশ আশা করে। আর দেশ উন্নয়নে এক দল আরেক দল রদবদলে ধারা বাহিকতা বজায় থাকে। সেই সকল দেশ বরেণ্য সুসন্তানেরাই প্রকৃত রাজনৈতিক দল ও নেতা। অন্যথায় অযথা মুখরোচক ছাড়া আর কিছুই নয়।