সকল দেশ জনতা কি আর বিবেকবান
হতে পারে কি রাজনৈতিক নেতা?
রাজনীতি কি সহজ লব্দ অতি সাধারণ
হায়'রে নেতা ও জনসাধারণেরা!

ভাবতে অবাক লাগে আমি হতভম্ব জন
কোথায় পাই কে জানে রাজনীতি?
যারা সাধারণ মুখে কথা বলতে পারে সেই
তারাও দেখি রাজনীতির কথা কয়।

অতি নগণ‍্য মনে হয় পরিচালনা রাজনীতি
যারা রাজনীতি করছেন তারা জানে
কতজনা জানে একজন নেতার কাজ কি?
নেতা হতে হলে প্রয়োজন জ্ঞানার্জন।

রাজনৈতিকের প্রয়োজন রাষ্ট্রের রাজ‍ত্বতা
রাষ্ট্র সংরক্ষণ জ্ঞানার্জন ও চর্চাজ্ঞান।
শুধু নেতা হলেই হয় না সমাজ তটে অজ্ঞানে
প্রয়োজন আধুনিক শিক্ষা রাষ্ট্র কি?

সেই জ্ঞান অজানে রাষ্ট্রবিজ্ঞান চর্চা পারদর্শি
দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্ব!
মাতৃভাষার মূল‍্যায়ন অস্তিত্ব রক্ষা জ্ঞানলব্দ
মুক্তমন সকল জনতার রাজনৈতিকে।

আমরা বাঙ্গালী জাতি আমরা মুক্তিকামী দল
একই ছায়া তলে থিকবো গাইবো গান।
বাংলাদেশ মোদের সুজলা সুফলা শষ‍্য শ‍্যামলা
সোনার বাংলা আমাদের নদী মাতৃকদেশ।

এই দেশ প্রেম যে সন্তানেরা শিখে করবে না রাজ
-নীতি সেই সকল সন্তানেরা নয় দেশাত্মক!
রাজনীতিবিদদের হতেই হবে চরম দেশ-প্রেমিক
একনিষ্ঠ মনোনিবেশ গুরুত্ব পূর্ণব‍্যক্তিত্ব।

রাষ্ট্র পরিচালনায় দরকার রাষ্ট্রবিজ্ঞানে জ্ঞানার্জন
রাষ্ট্রপরিচালনা কলাকৌশল রীতিনীতি!
গঠনতন্ত্র কার্যনির্বাহী ক্ষমতা দায়বদ্ধতা কর্মপন্থা
সেই জায়গা অশিক্ষা কি হয় রাষ্ট্রনেতা।

সুনাগরিক সুকর্ম সচেতনতা নাগরিক সুবিধাজন
তারা রাজনৈতিক নেতা জনদরদী সেবা।
থাকতে হবে আদর্শতা সত‍্য ন‍্যায়পরায়ন প্রত‍্যয়ী
দেশপ্রেম দেশাত্মবোধ রাজনীতি চর্চামন।
*****************************
বাণী: নেতা হওয়াহয় তো সহজ হতেও পারে। তবে নেতৃত্ব ঠিকায়ে রাখা সহজ নয়। তাই সঠিক রাজনৈতিক জ্ঞান অর্জন ব‍্যতীত নেতা হলেও প্রকৃত পক্ষে নেতা হওয়ার সাধও তৃপ্তি অপূরণীয় থেকে যাবে।