পুরস্কার পেলেই খুঁশি হতাম
খুঁশি হতেন আমার মা।
ছোট্ট বেলায় পড়তে যেতাম
স্কুল প্রাঙ্গন সকল বন্ধু।
ওরা পড়ার সাথী কত আপন
একে অপর বন্ধু বন্ধন!
পড়ালেখা প্রতিযোগিতা ছিল
ছিল সঙ্গপণ এক অনন্য।
কত স্মৃতি কথা মনে পড়ছে
আজ সেই বয়স নেই।
অনেক পুরানো স্মৃতির গল্প
সব হয়েছে অম্লান হ্নদ!
মায়ের হাসি দেখলে খুঁশিমন
সন্তান বিজয়ী মা জয়ে।
উপহার স্বর্গ সমান সুউচ্চতায়
ঐ'শরীক ভাবনায় ব্রতঃ।
সভ্যতার বিকাশ লাভ পেতেই
মমতার নেই কোন বিকল্প।
সন্তানেরা শিখে ঐ'রকম সুশিক্ষা
মায়ের খুঁশি পরিবার সুখ্যাতি।
সুসন্তান শুদ্ধজ্ঞান লাভ ধন্য হয়
জগৎ সংসার উদরতা জাতি।
বিকাশ পরম অনুশাসন জাগ্রত
পুরস্কার লাভ সুমাতা-পিতা।
*******************
বাণী: জাত গুণ বিচার করার পূর্বে যারা নিজগুণ জাত বিচার জানে। আর সেই তারাই প্রকৃত জাত ও গুণ বিচার্য মনুষ্যত্ব।