প্রথম যে দিন তুমি ঐ'আম বাগান এসেছিলে
দেখেই মুগ্ধ নয়ন দু'টি অপলক দৃষ্টি!
তোমার পানে হ্নদয়ের স্পন্দন ধ্বনিত কম্পিত
সত্যই তুমি ছিলে সুন্দরী সুশ্রীমতি।
মন আড়ালেও দেখি শয়ন স্বপ্ন ভাবনা প্রতিমন
মনে হয় এই বুঝি দেখা লাগছে ভাল।
সমস্ত আকাশ খানা কতটা আপন ভাবা যায় কি?
যত সৌন্দার্য রয় সব কিছু ছাড়ায়ে তুমি।
*****************************
বাণী: প্রথম যে দিন প্রেম মন দেখা দেয়। সেই দিনটি যদি প্রকৃত পক্ষে প্রেম ভাবনা সঠিক ও সত্য নিষ্ঠায় যুগিয়ে যায়। তবে সেই প্রেমটিই প্রকৃত ও উত্তম উভয় মন জাগ্রত এক অনন্য শোভায় শোভিত হয়ে থাকে। উক্ত প্রেমই উত্তম জীবন মান সহজ মধু মাখা সৌরভ পুষ্প ভরা।