মানুষ মানুষেরই জন্য আপনত্ব
মানুষই প্রয়োজনে য়ায়!
মানুষ পেতে সহযোগিতা তাই
যেতেই হবে প্রয়োজনে।

এ'কথাটিই ধ্রুব চিরসত্য অমরত্বে
এমন করেই দুনিয়াচল!
জীবনবোধ মানুষ আমরা মানবিক
যেতে সভ্যতা বিকাশে।

অপ্রয়োজনে কেন যাবে অন্যজ'না
যখনই অপ্রয়োজনে যাবে;
দেখবে বিনা কারণেই বদাভ্যাস
ভর করবে বিবেকচরণে!

ঐ'বদাভ্যাস ত্যাগে ভরকরবে মন
হাজার প্রচেষ্টাতেও নয়'
অবিবেচক বিবেচনা অস্থিরতা প্রাণ
সুখ-শান্তি হারাবে সর্বোত্র।

বিনা প্রয়োজনে কোথাও যেয়ো না
ভাববে মানুষ আমি!
আছে কি কর্ম সেথায় প্রয়োজনীয়?
এমন ভাবনা সুফল।

মনমাঝে থাকবে না কোনই স্বংশ্বয়
বিধাতার বিধান পালন
মান্য মনটিতে বলবে তুমিই সেরা
প্রয়োজনে ব্যবহার হও।

অতিরিক্ত কোন কিছুই নয়তো ভাল
প্রয়োজনীয়তা বিবেচনা কর।
তবেই সদাসাধ মেটাও সুবিবেচকে
দেখবে কতসুখী তোমরা।
××××××××××××××××××
বাণী: সুকর্ম ফলই জীবনবোধ সকুশৃঙ্খলতা বর্জায় রাখে। আর সেই মানব জীবনই সুখী সুন্দর জীবনবোধ বলে সমাজে পরিচিত লাভে ধন্যতা পায়।