প্রতিবেশীরা বড়ই আপন জনা
বসবাস করি মোরা একসাথে।
বিপদ আপদ পাশে রয় সকল
বাড়ির নিকট বাড়ি সেই তারা..

চলি একসাথে পথ যাত্রা হাট
ঘাট বাজার পড়ালেখা সাথী!
সেই প্রতিবেশীরা ভাই-বোন
বড়রা হবে সুন্দর স্বভাব ভরা।

হ্নদয় টান থাকবে একে অপর
সভ‍্যতা সমাজ গড়তে মোরা!
চারিত্রিক গুণ তৈরিতে ঊষামন
সেই প্রতিবেশীরা দরকার হয়।

কোন অশুভ কামনা নয় কারো
একে অপর অন‍্য কারো প্রতিতে'
কোন বদনাম অশুভকামনা চিন্তা
করা যাবে না প্রাণ মন আত্মায়।

সেই তারাই প্রতিবেশী আলোক
প্রদীপ শিখা জ্বলা জীবনসুন্দর!
ঐ'রকম চেতনা ভাবধারা থাকবে
তবেই প্রতিবেশীরা পাবে জায়গা।

একে অপর মহব্বত শ্রদ্ধা বৃদ্ধির
স্থান পেয়ে রচিত হয় সুসম্পর্ক।
আর তারাই একমাত্র সুপ্রতিবেশী
অনন‍্যতায় ভরা জীবন মান পায়।

কোন মন্দ চাওয়া নয় প্রতিবেশী
একে অপর তরে অশুভ চাওয়া!
কোন পরিস্থিতিতেই চলবেই না
এক প্রতিবেশী চাবে অন‍্যরা যে...

তোমার মতন হবে সেই কথাটি
ভেবে দেখবে যেমন কর্ম তেমন;
ফল দেখা পাবে চির সত‍্য প্রবাদ
খনার বচন শোনা ছাড়া নিরুপায়!

অমকের ক্ষতি কখনো চাওয়া নয়
প্রতিবেশীরা হয়ে প্রতিবেশী প্রতি।
সতর্ক হও প্রতিবেশীরা এ'ধরাতে
দেখবে নিজ সুখ দুঃখে পাশে সব।
********************
বাণী: প্রতিবেশীরাই সমাজ বদ্ধমানুষ। প্রতিবেশীরা স্বভাব চরিত্রে ভাল হলে সমাজ হয় অনন‍্য নিরাপদ অপূর্ব ঊষা আবাসস্থল। প্রতিবেশী প্রতি একে অপর সেই সমাজ ব‍্যবস্থাই কাম‍্য। তবেই সমাজ ও সমাজের মানুষ পাবে পবিত্র সমাজ পরিবেশ ও নিরাপত্তা নির্বিঘ্ন চলপ্রতিবেশী মন‍্যুষ‍্য মানুষ।