আমি দিক হারা পাখি
চলছি তো চলছি।
নেই ঠিক ঠিকানা মন
কোথা ঠিকানা প্রাণ।

কেউ নেই পাশে সাথী
তাকাই দেখি ঘেরা!
অমানুষ সকল যত্র-তত্র
অনেক কথা রয়।

কেন যেন বলতে সংশয়
কাকে বলি কথাটি!
সে কি শুনবে মনটি দিয়ে
কি লাভ হবে বলে?

কত জনাকেই দিয়েছি কথা
রেখেছি অকূত ভয়ে।
করিনি বেঈমানী কারো সাথে
জীবন চলার এ'পথটি।

নিজ ধন-বুদ্ধি দ্বারা পরামর্শে
ব্রত থেকেছি মঙ্গলকাম‍্য।
কাছে এসে ভেরে ঠিকঠাক
সুযোগ বুঝেই লাপাট্টা।

এসো মানুষ ভাই-বোন সকল
আমরা সংকল্প করি।
পথে হল দেখা সভ‍্যতাবিলাপ
সুযোগ‍্য নাগরিক শোভা।
******************
বাণী: মানুষ হবে মানুষের বন্ধু। আর সেই বন্ধু হবে ঊষার আলোক বর্তিকাজন। তবেই মানুষ মানুষে বিশ্বস্ত। পথে হবে দেখা! সঙ্গী হবে অপূর্ব নয়ন জুরানো প্রেম ভরা। আজীবন সেই প্রেম বন্ধন শোভা ছড়াবে। প্রজন্মরা সেই না বন্ধন অনুকরণ পথ খুঁজে পাবে। এমন পথ দেখা পথিক আপনত্ব গড়ে তুলবে। সেই জীবন চলা পথ কাম‍্য। অন‍্যথায় আপন আর পর নয়' জীবন পথ চলা যা যাবর।