একটি পরিবার একটি বড় মূল‍্যবান জন্মস্থান
নির্ভরশীলতার আস্তার জায়গা!
মহা মূল‍্যবান শিশুকাল ভূমিষ্ঠ‍ এক অনন‍্য ঘর
যেখানে থাকে মায়া-মমতা-স্নেহ!

রয় প্রেম-ভালোবাসা-শ্রদ্ধা-সভ‍্যতা-বিকাশ-হ্নদ
এই পরিবার হতেই শিক্ষা নেওয়া!
শিশু-কিশোর-কিশোরীরা যে আদর্শ পায় সেই
রূপ বৈশিষ্ট‍্য গড়ে ওঠে মন-মনুষ‍্য!

পরিবার আদর্শ হলে, ঐ'পরিবার মানুষ আদর্শ
সভ‍্যতার বিকাশ লাভে ধন‍্যতা পায়।
পরিবার এলোমেলো হলে, মানব জীবন নরবর
সেই নরবর মানুষ সভ‍্যতায় অন্তরায়।

এমন পরিবার গড়তে হবে; সেই পরিবার যেন
সকল শিশুর হয় সুস্থ‍্যতা-আবাস-স্থল।
থাকবে না কোন অসভ‍্যতার মুখে বাক‍্য প্রকাশ
ঊষার আলোক বর্তিকা উদ্ভাস মূল‍্যায়ন।

রেটিনার মত আইডিয়াল দিক নির্দেশনা প্রেরিত
পরিবার ভূক্ত একে অপর প্রাপ্তিতে বিদ‍্য!
শিখবে না কোন অপ্রিয় লুকোচুরি অগোচর চুপ্টি
সর্বক্ষেত্রে স্পষ্র্টতা প্রকাশ পরিবার শিক্ষা।

সেই পরিবার যত সময় না তৈরি এ'সমাজটিতে
পরিবার থাকলেও আমি ঐ'পরিবার ভঙ্গুর।
সেই পরিবার আদর্শ ও সুসন্তান তৈরিতে অন্তরায়
সেই পরিবার সমাজ তৈরি কারিগড় চাই।
*****************************
বাণী: যে পরিবার এলোমেলো, ঐ'পরিবারের সকল মানুষরাই (শিশু হতে বয়সন্ধি) উভয়ই এলোমেলো হতে দেখা যায়।