ছেলে হোক আর মেয়ে হোক
চলো এসো যাই কর্ম করি।
আহার যোগার বড়ই ব‍্যাপার
অযথা সময় নষ্ট নয় এ'ধরা।

মানব জীবনে সময়ই মূল‍্যবান
সেই সময় আর আসবে না।
কখন কোথায় কোন কাজ রয়
অপ্রয়োজন সময় নষ্ট জীবন!

দেখা দিবে অভাব অনাটন কষ্ট
নিজ যেমন অভূক্ত পরিবারও।
কেন ভাই-বোন করছি আমরা?
নেশা করো কর্ম জ্ঞান অর্জনে।

সেই মন প্রাণ হ্নদয় আত্মা তৈরি
করতে হবে মনটি হতে তবেই!
পাবে মোর পাওয়া যাবে সুখশান্তি
খুব বেশি শ্রম নয় বিবেকে প্রশ্ন!

সেই বিবেক বিবেচনা করবে আর
বলবে সঠিক সময় সঠিক কর্ম;
মানব জীবন গড়তে ধন‍্য মানুষেরা
অবিচল সুন্দর ভাবনা জীবনটি।

কর্ম থেকে এসেছো বাড়িতে বেশ
শরীর পোশাক ছাড় পরিচ্ছন্ন হও।
নিজ ব‍্যবহাহ্নিত পোশাক কি করা?
কাউকে নয় নিজ পরিস্কার করো।

এলোমেলো জীবন নয় তো চলা
সংসার নিজ ও পরিবার আপন।
প্রতিবেশী সকল সর্বোকূল শিক্ষার
একে অপর মহত্ত্বতা রাখা তৃপ্তি।

প্রশান্তি পাবে জয় বিজয় মনটিতে
কোন আফসোর্স দেখা দিবে না।
অসৎ কর্ম ভাবনা কখনো নয় মন
সেই মন সব সময় পরিচ্ছন্ন হয়।
********************
বাণী: চলমান