এই জগৎ খানা বড় পরীক্ষাগার
জীবন গড়তে মানুষ হতে হয়।
মানুষ হতে হলে ধৈর্য্য ধারণ চাই
অসৎ সঙ্গ ত্যাগ করা কর্তব্য।
ন্যায়-অন্যায় বুঝে চলা চাই সকল
আমরা মানুষ কর্ম ফল তাই।
অবুঝ মানুষ হবে না কখনো মানুষ
এই কথাটি চির সত্য জানি!
তবু মানুষ অবুঝ হই কোন লালসা!
কে আপন কে পর এ'ধরা!
আপন পর না জেনে অজানা মর্যাদা
পাগল ছাড়া আর কিছু নয়!
সূর্য যেমন আকাশ খানা আলোকিত
অপূর্ব সমস্ত ভাবনা সেরা।
আদর্শ মানুষ মূল্যবোধের সূর্য সমান
চাঁদ যেন আপন লীলায়।
জাতির জন্য কান্দে যারা খোদা প্রেম
সেই মানুষ সভ্যতা পায়।
সর্বো ক্ষেত্রেই পরীক্ষা খোদা চিনতে
ধর্ম জ্ঞান পাথিব শিক্ষা।
জীবন মান সহজ নয় সর্বক্ষেত্র পরীক্ষা
চলাফেরা কাজকর্ম সর্বোত্র!
এমন কোন কাজ নেই পরীক্ষা হয় না
পরীক্ষা পাস ফলাফল লাভ।
জ্ঞানী লোকেরা জেনে শুনে পা বাড়ায়
অজ্ঞানীরা মজা মন ভুল দেখা।
যেমন কর্ম তেমন ফল খনার বচন দল
সেই কথাটি বুলে পরীক্ষা নয় কি?
************************
বাণী: মানব জীবন মানেই পরীক্ষা হল। যত দিন জীবন দেহে ধারণ করবে। ততো দিনই পরীক্ষা দিয়ে অতিবাহিত করে বিধাতার ডাকে সারা দিয়ে চলে যেতে হবে পরপারে। আবার ঐ'পারেও পরীক্ষা পাস করতে পারলে আজীবন সুখ সমৃদ্ধি জীবন লাভ ধন্যতা পাবে। যা বিধাতার ওয়াদা। এমন সুখ শান্তি আজীবন অটুট থাকবে। সেই জন্য আসুন মানব জাতি অহং নয়। দুনিয়াতে চলতে সব সময় পরীক্ষার মধ্য দিয়ে ভাল ও সুখ শান্তি জীবন একে অপর কামনা করি। তবেই পরীক্ষা পাস। অন্যথায় যা যাবর ছাড়া আর কিছুই নয়।