সুন্দর একটি পরিবার চাই
সুন্দর একটি মন চাই।
সুন্দর একটি মন বউ চাই
সুন্দর মন বউ পরিবার!
হাসি-খুঁশি সুন্দর ভাবনার
অপূর্ব চেতনা জীবনত্ব!
স্বপ্ন আঁকা বিভোরতা হ্নদ
স্বপ্ন আঁকা শেখা আত্মা।
সুন্দর পরিবার সুন্দর ভাবনা
স্বামী-স্ত্রী একে অপর;
ভালোবাসা সুখ-দুঃখ সূত্রগাঁথা
সকল সমান ভাগিদ্বার।
হবে না কোনই স্বংশ্বয় পরিবার
সুদূর প্রসারিত প্রজন্মে'
তাই বিধাতার দয়া প্রাপ্তি চাওয়া
আসবে ঘরে সুসন্তান।
এই তো চাওয়া ভালোবাসা প্রেম
পরিবার সতত সুন্দর।
সন্তান ঘর আলোকিত মহানন্দ
খুঁশির জোঁয়ার অনন্য।
চলমান