পিতা-মাতা জন্মদাতা-দাত্রী
এ'ধরণী তারাই আপন জন!
দুনিয়ার মুখ দেখতে অবদান
বিধাতা দিয়েছেন এ'মাধ‍্যম।

এমন মাধ‍্যম অতুলনীয় এক
অপূর্ব অসাধারণ চমৎকার।।
বিধাতার বিধানেই প্রকাশিত
সত‍্য সঠিক পার্থক‍্য হয় কি?

না নেই কোন পার্থক‍্য এ'ধরা
মায়ের মতন আপন কেই কি
রয় এই ধরণী তলদেশ বলি?
পিতা হলেন জীবন রচনা স্তম্ভ।

পিতা-মাতা নিরাপদ আশ্রয়স্থল
আকাশ যেমন ছায়াতলাদেশ!
বিধাতার হুকুম মানেন সর্বোত্র
তেমনি পিতা-মাতাও সন্তানের।
চলমান..