জীবন চলার পথে অনেক লোক দেখা সাক্ষাৎ
কত জনার কত কথা কয় প্রয়োজন-অপ্রয়োজন শব্দ!
এমন কথায় যে জনেরা দেয় মন কান সে'তারা
পায় না কোনই সুদীপ্তমান ফল এ'ধরার বুক শুদ্ধিতা।

আত্মগ্লানী মুক্তমন সদা সদালাপনী কত আপন
এই ভাল এই মন্দ হাসতে নেই কোন মানা ঐ'মনেই
আবার দেখা যায় শয়তানীতে করে খেলা হাসি
জীবন চলার পথে বাঁধা হয়ে দাঁড়ায় ওরা মানুষ নাম।

প্রকৃত পক্ষে ঐ'না ধরণ মানুষ পিছু লোক বলে
কিছু কথা নয়তো কান দু'টি; সকল পিছু কথা রেখে
অর্জন রও সুন্দর কর্মফল অর্জন সুশিক্ষা প্রাণটি
শুদ্ধির শুদ্ধতা পাবে একমুক্ত মন সুউচ্চ বিলাস মন।

দেখবে একদিন ঐ'পিছু লোক বলে ছিল কিছু!
সেই না তোমায় করছে প্রশংসা অপবিত্র মুখটি হতে
পিছু লোক কিছু বলে; জবাব দিও না কখনো
লোকসান হবে না জীবন তটে এ'পৃথিবী ঊষা মনটি।

পিছু লোক কিছু বলে দিলে প্রতি উত্তর প্রকৃত
পক্ষে অর্জন শূন‍্যতা রেখা বড়াই বড় কথা বিদ‍্যতায়
অপূর্ণ চেতনা বেশী চালাক মন প্রাণ আত্মাতে
জিতবে তখনি যখন শেখবে উত্তমতা বুলিকর্ম।
******************************
বাণী: জীবন গড়তে অনেক বাঁধা আসবে। তাই বলে পিছনের কথা ভুলে গেলে চলবে না। পিছু লোক কিছু বলে! সেই কথায় কান দিলে চলে কি বলি এ'ধরাতে। উত্তমতার জীবন কামনা চারিত্রিক বৈশিষ্ট‍্য গঠন। তবেই মানুষ সকল পিছু কথা ফেলে হবে কর্মঠ সুবুদ্ধি দীপ্তমান মনুষ‍্যত্বতা।