খোদা প্রেমে মত্ত আমি
ভালোবাসী খোদাকে।
জগৎ সংসার সব খোদার
মানুষ ওছিলা মাত্র।

এমনই ধরাধম চলমান মাত্র
মানুষ সভ‍্যতায়।
আসা-যাওয়া মাত্রই আদম
সব থাকবে পড়ে।

মানুষ এতোটাই আপন-পর
এই আপন এই পর!
সব জেনেও অধম সচারাচার
দুঃখ-কষ্ট প্রকাশরত।

হিংসার রোষানল স্বীকার চল
মানুষ ধ্বংস চায়!
কাকে চায়, মানুষকেই চায়
এমন করেই ক্ষতি।

তাই তো আমি সব দেখেছি
এ'জীবনটিতে দীক্ষা!
কোন প্রেম নয় মানুষ সহিত
শান্তি দেয় না মানুষ।

খোদা প্রেমেই শান্তি বিরাজ
পালনীয় ধর্মদীক্ষা।
সুশিক্ষার্জন আদর্শ মানব মন
গঠিত জীবনই সূখী।

হে আল্লাহ্ কবুল করো আমায়
তোমার প্রেম মত্ত।
আমি সঠিক পথেরই পথিক
এ'প্রেমেই মুক্তি মানবতা।
****************
বাণী: জীবন চলার পথে শত শত প্রেম-বিরহ দেখা শোনা। কোন প্রেমিকসমানুষকেই দেখা মেলেনি। কাউকেই শান্তি ও সুখি জীবন যাপন করতে দেখা পাইনি। যারাও বা সুখ আর সুখি অনুভব স্বীকার করে থাকেন। প্রকৃত অর্থে কেউ সুখি নয়। সেই জন‍্যেই সুখের ঠিকানা পেথে বিধাতার দরবারই একমাত্র ও প্রকৃত সুখ ও শান্তি।।