প্রতিটি মানুষ জন্ম নারী কাঁটা বাঁধনে
মা ও মাটি অনন্য শোভা ছড়ানো।
প্রাণবন্ত অপূর্ব চেতনা ভরা সুন্দরমন
হৃদয় মাঝে আপন জানা আপনত্ব!
স্বপ্নরা হাত ছানি দিতে এগিয়ে যায়
আমরা মানুষ অসম্ভব স্বপ্ন-চূড়ার।
চলার উপক্রম অসাধ্য চেতনা প্রাণ
টান থেকে যায় শতদল বলমন।
আপন আর পর হয় তখনই জীবন
মন মাঝে চলা রয় অধির আগ্রহ।
কে আপন আর কে পর যদি ভাবনা
অচেনা ভুল বুঝ অবুঝ চেতনায়।
সেই সকল মানুষ আসল আর নকল
হীরা চেনা দায় এ'ধরা বুকটিতে।
মাটির মানুষ মাটিই ঠিকানা অবধারিত
তাই তো প্রাণের টান রয় মাপ্রতি।
নারী কাঁটা সন্তান-সন্তোতি মা আপনত্ব
ভুলে থাকা বড়ই দ্বায় টান এমনই।
সত্যই কথা আর কাজ মা বড়ই অমূল্য
সন্তান আবাস-আস্তার-প্রাণবন্ত টান।
সবুজ শ্যামল যেমন ঘেরা দুনিয়া মনুষ্য
কল্যাণ বয়ে আনা অপূর্ব সেবা বৃক্ষ।
তরুলতা বলে দেখো সেঁজেছি তোমাতে
প্রাণের টান রয় মায়ার বাঁধন রক্ষা।
মায়ের আঁচল যেন শান্তি-সুখ সন্তানেরা
তাই তো বলি প্রতিটি সন্তান শোন!
প্রকৃত মানুষ হতে মায়ের প্রতি শ্রদ্ধ্যামন
ছোট্ট বেলার কথা ভাববে মনে করো।
তবেই সুখের ঠিকানায় মাকে জায়গাদাও
দেখবে কত ভালো লাগবে জীবন তটে।
পরিপূর্ণতা পাবে এহকাল-পরকাল এ'ধরা
ধর্ম জ্ঞান লব্দি একদম তাই বিধাতায়।
ঐ'একই আদেশ রয়েছে মান্য প্রাণের টান
প্রকৃত মানুষেরা মা-বাবার খুঁশি চাই।
×××××××××××××××××××××
বাণী: মা-বাবা মানে মানব জীবন প্রাপ্তির আস্তার অনন্য জায়গা। সেই জায়গা কখনো কোন সন্তান অবহেলা করা মানে ঐ'শরীক অভিশপ্ত প্রাপ্তিতে পাগল বনা জীবন যাপন ছাড়া আর কিছুই নয়। সাবধান মাতা-পিতার সহিত সদ্ব্যবহার ও দেখাশোনা করা অতীবও জরুরী ও অপরিহার্যও বটে।