জানি না জীবন ভর এ'কি দশা আমার?
কোন প্রকার অন‍্যায় না করিও অপবাদ!
ফকিরের ভিক্ষা দিতে বিলম্ব হলে মনটি
বড়ই ব‍্যতীত হয়, কি যে যন্ত্রণা প্রাণটি?

চলতে পারি না ভিক্ষা দিবো না কথাটি
ফকির মশাইকে। সেই মন কখনো দেয়
না ঠাঁই। কম পঁয়সা দেখে ফকির চোখ
তিড়িংবিড়িং! কি যে সভ‍্যতা ভিক্ষুকেরা?

যেখানে ভিক্ষা ভিত্তি সুস্থ-সবল লোকরা
করাটাই না যায়েজ। হাদিস শরীফে ইহা
স্পষ্র্ট উল্লেখ‍্য। সেখানে দেখা চল অহরহ
বিশাল ব‍্যবসা রমরমাট মুখভারী চাহনী!

ভিক্ষা পেলেই একটু হাসি; পাশ কাঁটতে
অপর নিকট' এই ভাবেই চলমান চলছে!
কোথায় ওদের জীবন মান-ঠিক-ঠিকানা।
এই ধরণ ঘৃণিত কর্ম শেষ কোথায় ওদের?

ওরা আমাদের মানব সদস‍্য পরিবার ভূক্ত
প্রকৃত পক্ষে ওদেরই কি পরিবার-ঠিকানা
নেই? একেবারেই কি ভূমিহীন ছন্নছাড়া?
কেন ওরা ছন্নছাড়া, দিশেহারা এ'জগতটি?

ওদেরও এক সময় সব ছিল হিসাব কষে
জীবন চলার পথে অভিজ্ঞতা আলোকেই
বলছি। মানুষ কি কখনো হয় ছন্ন-ছাড়া?
এক মানুষ নাম পশু অপর মানুষকে করে

জোর-জুলুমে ভিটে ছাড়া-দিশেহারা হ্নদয়
তছনছ করে দেয় সুন্দর জীবন পরিবার।
এই দিকে লুফে নেয় অবিবেচক অসভ‍্যের
চাদর পরিহিত মুখোশ আড়াল ধনী ধবল।

ওদের আমি ধবল বলছি এই জন‍্য বলছি
যারা পরের ধন লুফে নিয়ে অর্থহীন করে।
ওরা পারে না নিজ‍ের কর্ম-দ্বারা অর্থ অর্জন!
সেই অর্থে বলা ওরা মেরুদন্ডহীন অপায়া।

হিসাব কষে দেখা ওদের অন‍্যায় কোথায়?
অন‍্যায় আমাদের দীনহীন করি আমরা সে
অসহায় সামান‍্য আশা মন পোষণ শান্তনা।
তাই তো বলি পাপীদের পাপ নেই শংঙ্কা।
*************************
বাণী: সমাজে পাপ কেন সৃষ্টি হয়! যারা পাপ সংঘটিত করে। তারা অনেক দাম্ভিকতার উর্ধ্বচরণ। পরের ধন মেরে যারা হয় ধনী। ওরা চোর নয়, ফকিরও নয়! ফকির হল যাদের সহায়-সম্বল মেরে-কেঁটে রাতা-রাতি ধনে বনে যাওয়া পর্দার আড়াল প্রকৃত অভাবী ধনীরা।