গতকাল ছিল বৃষ্টি ভেজাবেলা ক্ষণ
দুপুরবেলা না গড়াতেই প্রচন্ড বৃষ্টি।
ঢাকা শহর রাস্তা-ঘাট পানি ভরপুর
একটু বৃষ্টি হলে সড়ক পানির বন্যা।
বেশতো এমনই দৃশ্য দেখি নামকরা
সড়ক সাতাশ নাম্বার ধানমন্ডি নামে।
উচ্চবৃত্তের বসবাস যেখান সেখানেই
সড়ক বেহাল অবস্থার স্বীকার সমাজ।
হাটুপানি সড়ক মধ্য উক্ত পানি নিয়ে
খেলায় মাতোয়ারা শিশু-কিশোরেরা।
কত যে করছিল হৈ হুল্লোর হাসিমুক্ত
মুখখানী যেন কত সুখী ওরা শিশুরা।
ওরাও আমাদের সন্তান; ওরা কারা?
আমি ছিলাম সিএনজি যোগ যেতেই
ওরা রুদ্ধ করে চালককে পানি ছিটায়
কাছে এসে বলে কে আছে মহিলা কি?
এমন প্রশ্ন শুনে ছোট কিশোর মুখখানা
হতবাক হই। বলি কেন'রে মহিলা হলে
কি করতে? বলে পানি দিয়ে ভেঁজায়েই
দিতাম বেশ করে। এই হল ওরা শিশুরা!
আমি বলি তোমরা এই বয়সে এমন যে
কেন করছো অসভ্যতা তোমরা কিশোর?
আমি নেমে আসলে তোমাদের বেশ ক্ষতি
হবে। যাও বাসায় পথমধ্যে এটি ভাল নয়।
ওরা নাকি এতিম; ওরা নাকী শরর্ণার্থীরা;
কে বলেছে ওরা সত্যই কি শরণার্থী ওরা?
প্রশ্ন আমায় বিদ্ধ করে মানুষ হতে মানবতা
সন্তান! আমরা মানুষ বল দাবী রই এ'ধরা।
আসলে মানুষেরাই মানুষকে নাম বানোয়াট
অসহায় শরণার্থী পথচারী অভাব গ্রহস্তরা।
বাস্তবতা অন্যকথা বলে ওরাও শরণার্থীরাও
কি রয় কি সভ্যতার চাদর আবৃত্ত সূন্দর মন?
চলমান