এই হল কথা;
তোমাকে অনেক ভালো লাগে।
আমি বলেছিলাম তা বেশ..
ভালো লাগা ভাল।

আমারও;
মন অনেক কথা বলতে চায়
বলি বলি আর বলা হয় নাই।
একটি শুনবে?

আজ যেটা ভাল বলছো জান!
কাল ভালো লাগতে নাও পারে
এখন সময় নয় ভালো লাগার
চলো উপযুক্ত মানুষ তৈরি হই।

এরপর;
এরপর মানুষের মত মানুষ হয়ে
কর্মঠ হই অপেক্ষা করবে তুমি।
না অসম্ভব আমার বিবাহ ঠিক
বাবা-মা বিবাহ নিয়ে মরুয়া।।

আর অপেক্ষা নয় আরে ভাই!
এই হল দশা মেয়ে মানুষ তাই
চলমান