ডিজিটাল বন্ধু-বান্ধবী শোনেন সকল
অন-লাইন বন্ধু অদেখা শক্র সমান!
আমি একজন বয়স্ক লোক ফেসবুক
বন্ধু একে অপর এ"ধরা বুক অনন্য।

বেশ'তো এক দিন খুব শুধুই চ্যাটিং
কথা শুনতেই চায় না কোন মতেই।
দেখতে পেলাম প্রফাইল ছবিটি হট'
সভ্য ছবিতে পরিবর্তন কর প্রফাইল।

আর রাত জেগে কেন এতো কথা!
তুমি না পড়ালেখা করো অনার্সে?
ঢাকা বিশ্ববিদ্যালয় মেধা বিকাশে
অপূর্ব তোমার বিদ্যা-বুদ্ধি-আভাস।

আমি অনেক বয়োযৌষ্ঠ্য মানুষটি
তোমার বাবা-মা কি করেন জানি!
বলেন বাবা প্রকৌশলী সিঙ্গাপুরে
ব্যবসা ও চাকুরী আমরা ঢাকাতে।

তা বেশ তোমরা ক'জন ভাই-বোন
এক ভাই এক বোন ও আম্মু তিন!
এই আমরা ছোট্ট পরিবার সংসার
আমি বললাম ঠিক আছে মা রাখি।

ভাল থেকো এতো রাত জাগা ঠিক
হবে না। মানুষের মত মানুষ হতে
পড়া-লেখা ও সংসারে সময় দাও
ভাল ফলাফল অর্জনে মনটি দিবে।

দেখবে সুখ অনাবিল ধরা দিবেই
করবে বাবা-মায়েরই মুখ উজ্জ্বল!
ফেসবুক বন্ধু বলে আরে আপনি
দেখছি আপনার সহিত কথা বলা
নিরুৎসাহিত করছেন আমাকেই।

তাহলে আমি ব্লক করলাম আইডি
যে কথা সেই কাজ ব্লক করেছেন।
তাতে কি কারো ক্ষতি হয়েছে বন্ধু?
আরো ভালো হয়েছে এমন বন্ধু না
প্রয়োজন নেই কোনই এ'ধরা বুকে।

ভাল কথা কি সভ্যতা কি রাতের
গভীরে কথা বলা? পাগলেরই তার
ছিঁড়া মাতাল ছাড়া আর কি ঐ'মন!
এই হল বন্ধু ফেসবুক আবেগ কথা
সভ্যতা থাকে না ভাল পরিচয় সভ্য।

সবাই সমান হয় না তবে সাবধান
একদিনেই আপন হওয়া কোন বন্ধু
হতে পারে সভ্যই বন্ধু-বান্ধবী হৃদ
আত্মার স্পন্দন জাগ্রত সেরা মন।

কখনো নয় অদেখা প্রেম কল্পকথা
অনেক সুখ ঠিকানা বয়ে আনা প্রাণ!
তৃপ্তির সাধ সাধন সুখ নীড় আপনত্ব
ওরা সভ্যতা আড়াল অসভ্যতা ভরা।

অন-লাইন চ্যাটিং ছাড়; দূর বন্ধু নয়
মোবাইল ডেক্সটপ আলাপ চারিতায়
নিজ সুকর্ম রেখে অপকর্ম গল্প করি
পরিনতি যেন এক নিমিষেই শেষান্ত।

এমন মানুষ রয় এই দুনিয়ায় নিজস্ব
চেতনা ভালো লাগাতে করে বন্ধু নাম
ঠিকানা। ওর অভাব পূরণে ত্রুটি হলেই
ছুঁড়ে ফেলে দিতে ভাবে না একটি বার।

নষ্টালজি সেখানেও ঘৃণা এক নষ্ট হতে
হচ্ছে আরেক দূরবুদ্ধির লেখা ঘরটিতে।
সর্তক ও সাবধান হও এ'সমাজ মনুষ্যত্ব
হঠাৎ কোন বন্ধন বন্ধু-বান্ধবী তৈরি নয়।
××××××××××××××××××××
বাণী: অতিস্বল্প সময় দেখা ও সাক্ষাৎকার। বুঝে নিবেন উহার ফল ভাল হয় না। যা পরিহার করাই অতিউত্তম।