ও ভাই-বোন শোন সকল
তোরা গর্ব করিস না।
কাজ ফেলায়ে করছিস কি?
যে কাজে ফল নেই।

এমন কাজটি করিস না'রে
সেই কাজটিই কর!
জীবন হবে ধন‍্য অনন‍্যতার
অপূর্ব শোভা ছড়াবে।

ও তোরা গর্ব করিস না
আজ করলে গর্ব!
কাল হলে খর্ব এ'ধরায়
একদিন হবে অজ্ঞ।

দেখা দিবে সমাজ বুকে
গর্ব খর্ব বোকামন।
এমন করে গড়বে জীবন
জীবন হবে ধন‍্য!

মানুষের মতন মানুষ হবে
মুখটি হতে নয়'তো!
বলবে হয়েছো তোরা বেশ
সত‍্যই তোমরা শীর্ষে!

ও তোরা গর্ব করিস না
যোগ‍্যরা জ্ঞান লব্দ!
বিবেচনা ব্রতঃ জাগ্রত মন
সুবুদ্ধি দীপ্ত মনুষ‍্য।

ও তোরা অহং করিস না
প্রেম আছে বেশ!
সঞ্চয় করো মনটি মাঝে
প্রকাশ করো যোগ‍্যে।

সাঁজাও জীবন কর্মঠ দ্বারা
সভ‍্যতা বিকাশ লব্দ।
ধন‍্য জীবন ধন‍্যতায় মুক্তি
সুখ বিরাজ অনন্ত!
***************
বাণী: যোগ‍্যতার বাহিরে গর্বে লিপ্ত মানুষেরা কখনো সুন্দর জীবন আশা করতে পারে না। ঐ'গর্ব মন মানুষ গুলি হতাশা গ্রস্ত। তারা মিথ‍্যা গর্ব করে ভবিষ‍্যৎ পরিনতি খুবই খারাপ ডেকে নিজ হতেই বহণ করে থাকে। যা সত‍্যই ধ্বংস ও ভয়ংকরও বটে। এমন জীবন কি কোন অবস্থাতেই কাম‍্য মানুষ হিসাবে। না তা কোন অবস্থাতেই নয়। তাই তো বলি ও তোরা গর্ব করিস না। সত‍্যের পথে চল। সঠিক জীবন মান প্রাপ‍্য হবি শোন।