নতুন বৎসর শুরু আজ দ্বিতীয় দিন
শীত যেন শৈতপ্রবাহ।
শীত পোষাকের শপিং মলেরা বেশ
সমাগম হাটুরে দেখা!

বছর শুরুতেই শীতল হাওয়া বহে
আকাশখানা সূর্য‍ দেখা'
অবলোকনেই শীত করেছে মানা
তাই সূর্য দিয়েছে অদেখা।

সূর্যি মামা মানবতারই এপিওপিট
চাঁদও একই ধারা চলমান।
বিধাতার অশেষ রহমত মানবতায়
তাই তো সুখ-দুঃখ সাথী!

শীতেরই শুরুতে শীত ছিল অদেখা
ভেবে নিয়েছিলাম শীত..
সিজনে শীত পড়ছে না পালায়েছে
কত যে কিছু দেখা বাকী।

দিন যতই অতিবাহিত হচ্ছে ততোই
সব নিয়ম-কানুন বালাই'
অতীতকে ফেলছে মুছে নতুন খবর
ভাল-মন্দ-বার্তা-দিচ্ছে।

তাই তো নতুন বছর নতুনত্ব দেখা
সুখ পরশ মিলবে নতুনত্ব।
মহান সৃষ্টিকর্তার সবিনয় অনন‍্যতা
মানবতা এক অনুভূতিতেই।

২০২৪ ছিল বাংলার মানবতা কষ্টে
বৈষম‍্য বিরোধী দূরীকরণ যুদ্ধ।
রক্তাক্ত ছাত্র-শিশু-জনতা-সাধারণে
ফ‍্যাসিবাদ সরকার পদত‍্যাগ!

রক্ত বিনিময়ে অর্জিত নতুন সাঁজেই
বাংলাদেশ এক একটি প্রাণ।
হাজার জল্পনা-কল্পনার মধ‍্য উত্তরণ
নিপাত গেল স্বেরাচার পতনে।

সুখ-শান্তি পাবে অভাবী দেশের জনতা
২০২৪ পেরিয়ে ২০২৫ এলো!
স্বৈরা পতন সুখ পরশ মিলবে আশাতে
সুখ বলে শোনরে মানুষ শোন!

এতো আশা করিস না'রে সুখ বড় অধরা
শীত বলে ওরে মানুষ আমাকে..
ফেলে ভেবে ছিলে নরম-গরম আভাতে
জীবন-যাপন করে সুখ পরশে।

আমাকে অবহেলা এতোটা সাহসিকতা
ওরে মানুষ বড় লোভী তোরা।
আমি আসছি একটু ভেবে নতুন বছরে
নতুনকে সাথে নিয়েই আসছি!

তাই তো একটি দেরী হল দেখ না এবার
শীত আমি কেমন করে চলি?
মানুষ-মানবতা কথা বলে আসলেই কি
মানুষ মানবিক সমাজ ব‍্যবস্থায়?

শীত শরতে চলা শীত বলে আমি একলা
নতুন বছর নতুন সাঁজে ভাবনা!
শুভদিন শুভরাত্রী শুভক্ষণ সদা-সর্বত্র চল
২০২৫ অভিনন্দন শীত পাবণ।