মন যে কখন কি আগ্রহ
তা বোঝা বড়ই যে দায়!
সেই মনকে নিয়েই কথা
বলছি শোন সকল জ'না।
মন মানতে চায় না কিছুই
মনকে মানাতে হয় জানি!
যে জন মন মানাতে পারে
সেই তারা একদিন বিজয়ী।
মনের নিয়ন্ত্রণ খুব দরকার
হে বিধাতা এমন মন দাও!
যেন জয় করতে পারি নিজ
উদ্ভাসিত হতে জীবন সুন্দর।
অপরূপ এ'ধরা জীবন তটে
মন মানুষ নিয়ন্ত্রিত থাকতে।
ঐ'সকল মানুষ হবে চরিত্র
গুণ কর্মঠ পরিবার আপনত্ব।
সব মিলায়ে এক আনন্যতা
ভরপূর শোভা জড়ানো মন।
একে অপর আপন পর সব
থাকবে চমৎকার শোভিত
মনের কথা মূল্যবান অমৃত।
*****************
বাণী: মানব মনের নিয়ন্ত্রণ যারা জানবে। আর সেই সকল মানুষেরাই অনন্য ও সভ্যতার চাদরে সব সময় আবৃত্ত থাকবে। আর ঐ'সকল মানুষেরাই পবিত্র মনের কথা মানুষ।