এই তো শুরূ হতে না হতে প্রথম দশদিন
শেষ হতে আর মাত্র একদিন বাকী!
রমজান শুরূই হয় রহমত দ্বারা মানবতায়
প্রথম রহমত সত্যই অতুলনীয় ধারা।
এমন করেই চলে আসছি আমরা মুসলিম
এ এক আদর্শ মানবতার মহত্ত্বভরা।
শিক্ষা মানবতা তরে ধর্মীয় অনুভূতি সুউচ্চ
আল্লাহর প্রতি অপূর্ব নিদর্শন সত্ত্বা।
বিধাতার বিধানে যত সব নিয়ম-কানুন রয়
সবই মানব কল্যাণ অসাধারণ প্রাপ্তি।
মানুষ যদি প্রকৃত পক্ষেই মান্য করে চললে
বিপথগামী কখনো হবে না এ'ধরণীতে।
যত সব বিপথগামী সবই বিধাতার আদেশ
অমান্যে দিশেহারা লোভ-লালসা রত।
দিকহারা পাখির মত নীড় পায় না ওরা ভল্লুক
এদিক সেদিক ছুটে রহমত বঞ্চিত হয়।
এই যে রহমতের দশদিন শেষাব্দে কতজ'না
পালন করছে সিয়াম সাধন এ'ধরাতে।
কতজন চলছে বিধাতারই নিয়ম মেনে জানি?
নিয়ম মেনে সিয়াম পালন সহমত হই।
চলমান...