নেতার নেতৃত্ব চায় দেশ জনতা
সচেতন সেই নেতা!
যে জন-নেতা-জন-দরদী-সমাজ
ব্যাকুর ব্যতি-ব্যস্ততা।
সব যেন জন-কল্যাণ মন-প্রাণে
জনতার কষ্ট মনসুখ!
অভাব-অনাটন-দুঃখ-দূর-র্দশায়
শান্তনার আর্শীবাদ হাত।
নিজে অল্প খেয়ে জনতার সেবা
মনোনিবেশ খেয়াল রাখা।
সহপাঠীরা হবে সচেতন জনতায়
আদর্শ-নীতি-নৈতিকতা মন।
যেমন হবে সৎ সাহসী সত্যবাদী
সমস্ত অপরাধ বিনাসে ব্যস্ত।
অস্হিরতায় চোখ-মুখ-ছল-জল
জনতায় যেন সমস্যা না পায়।
সেই দিক অপূর্ব মনোভাব মনুষ্য
ঐ'রকম নেতা-তৈরি-তবেই!
প্রকৃত নেতা তৈরি হবে এ'ধরণী'
ঊষার আলোর মুখ শোভায়...
ভরপুর জনগণ মুখে মুখে ঐ'নেতা
চায় (স্ব-স্ব) জনতা সকল।
আর তখনই নেতার গুণাগুণ বৃদ্ধি
ভাল আর মন্দ বিচার্যতা।
চলমান..