শিশুকাল কিশোরকাল কৈশোরকাল কৌশরকাল
যৌবনকাল বৃদ্ধকাল কালবেলা বৈকাল।
সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রী চলমান জীবনের
ঠাঁই নাইরে নাই কোথাও ঠাঁই এমন'ই ধরা!
ত দেখা শোনা ভাবনা জল্পনা-কল্পনা অর্জনে সেরা
তবুও পথ যেন হারায়ে ফেলি হতাশা প্রাণ।
কেন'রে মানুষ এতো লোভ লালসার স্বীকার আমরা?
প্রশ্ন আমাকে বারংবার স্বরণ করায় কেন?
আমি কি মানুষ হতে পেরেছি, কোথাও তো দেখছি না
হাজার ফুল গালিচাফুল বাগানেই মাল্যমূল্য।
চলমান