আমরা এমন মানুষ জানি ক'জনা
ভাবনা আমায় তারা করে।
নিজকে কতটা চিনেছি জানি কতটা
অজানা অদেখা কথা অজ্ঞান।

শব্দ চাষী শব্দের কথাই বুঝ অজানা
সময় যেমন অপেক্ষা করে না।
আমরা মানুষ ঠিকই অপেক্ষিত মন
কেন করে থাকি তাও অজানা।

নিজের সফলতা অজানা রেখে বলি
অপরকে তোমার ঐ'ভাল সেটা!
এমন করেই কতকথা বলতে দেখি ঐ'
সকল মানুষ নাম মনুষ‍্য আমরা।

নিজের কি করণীয় তা অজানা রেখেই
পরচর্চা করি হর-অনাসেই কেন?
প্রকৃত মানুষ হিসাবে গড়তে নিজে চাই
সময় নিষ্ঠতা পবিত্র মন জীবনবোধ।

কঠোর সুচিন্তা-চেতনা অধ‍্যাবসায় মনটি
নিজ করবো ভাল কর্ম চলবো ভাল।
যেথায় খুঁশি সেথায় যাব নয়তো সংকোচ
ঊষার আলো ছড়ানো চাই সর্বোত্র।

যারাই চিনেছে নিজকে তারা সভ‍্যতা জন
গুণি মানুষ গুণি চিন্তা ভাবনা প্রাণ।
আত্মার স্পন্দন প্রেম মহান মানবতা গুণি
যে'জন নিজ করণীয় জানি সেই সেরা।
*************************
বাণী: নিজ পাঁয়ে সকলেই হাঁটে। তাকে হাটা বলে। প্রকৃত পক্ষে মানুষ নাম কলংঙ্কিত তারাই যে সকল মানুষেরা অপর মানুষের চামচা গিরি করে খয়ের খাঁ পরচর্চায় রত থেকে সামান‍্য যা পায় সেই অর্থ দ্বারা কোন মত জীবিকা নির্বাহ করে থাকে। অপর দিকে যাদের খয়েরখাঁ তোষামোদী করে থাকে। সেই তোষামোদী খ য়ের খাঁ রাই ধনী বনে যায়। যা করা একদমই ঠিক নয়। সেই জন‍্যে নিজেকে করণীয় আগে জেনে তারপর সঠিক কাজটিই করতে শিখতে হবে। পরিহার করবে খয়েরখাঁ তোষামোদী অপকর্ম সকল সমাজ অসভ‍্যতা চারণ।