আমরা মানুষ হতে চাই মানুষ প্রকৃত জন
মানুষ হতে হলে হতে হয় জ্ঞানার্জন জ'না।
সেই সকল মানুষ নিজকে চিনবে যখনই
আসল কথা মানুষ হতে পেরেছি কি না?

নিজ হতেই নিজেকে চেনার প্রত‍্যয়ে চল
উদীত জীবন রচনায় সেরা মনুষ‍্যতা প্রাণ।
আত্মার উপলব্দি সারা জাগাবে কর্মগুণেই
সেই কর্মগুণ পরিচয় বহণ সুন্দর কামনা।

ধর্ম-শিষ্ঠাচার-অনুশাসন-চল-কর্ম-পেশা-
সততা-হালাল-পথ-চলন-জীবন-যাপন।
অনৈতিক হারাম পথ মানব জীবন অন্ধত্ব
কখনও সেই সকল নষ্টালজি হয় না ভাল।

প্রকৃত মানুষ মনুষ‍্যত্ব জনেরাই নিজ দেশ
বাসবে ভালো; নিজেকে জানবে ভালো।
নিজস্ব একটি সত্ত্বা তৈরিতে ধীর প্রত্যয়ী
মানুষের মতন হলে মানুষ' অজানা জয়!

বিজয় মাল্য পড়বে বলে ছুটে চল দেশ-
বিদেশ; কত না জ্ঞান আহরণ পিপাসীত।
সকল অজানাতে থাকবে আগ্রহ সুহৃদয়
সেই ছড়াবে সেই না বিদ্যতাপূর্ণ মনুষ্য!

গতকাল ছিল আমার প্রথম বিদেশ ভ্রমণ
পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া; কলকাতা-পোনে!
মহারত-কলকাতা নিউমার্কেট, বইমেলা
কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবিজয়!

পরিদর্শিত অত্র নিকটতম এরিয়া সুন্দর
সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।
বইমেলা যেন প্রাণের মেলা আত্মঃস্পন্দন
যতটুকু দেখা সবই ভালো লাগা অনন্য।

অপচয় রোধে ধীর ব্যবস্থা একটি হোটেল
টাওয়েল দিবে; নয়তো ফেসিয়াল টিস্যু!
উপকারে এগিয়ে, সে জন প্রতিদান প্রার্থী
তাই 'দেশ-বৈদেশ' মিলায়ে স্বদেশ সেরা।
*************************
বাণী: ভ্রমন তখনই স্বার্থকতা লাভে ধন্য ও সুফল লাভ করে। যখন একজন মানুষ অর্থবহ্ মন নিয়ে সুন্দর দীপ্তমান জ্ঞানার্জন এক নবান্ন উদ্ভাবণী দিগন্ত রচনায় আবিস্কারক হিসাবে সকল অজানাকে জেনে প্রকৃত জ্ঞানের আলোতে নিজে ধন্য হতে পারা ও সমাজ ও দেশকে সেই জ্ঞানের আলোতে রাঙ্গাতে সক্ষম। তবেই সেই ভ্রমন প্রতিটি নাগরিকের জন্য উত্তম। নয় তো শুধু যাওয়া আসা আর হাসি-মশকারা নিছক মিছামিছি পাড়া-বেড়ানো ব্যতিত আর কিছুই নয়।