এই সবে শুরু ২০২৪সন ওয়াদা করি
সকল লোক মুখে একই রব!
একই কথা আমরা মানুষ হই কল্যাণী
কল্যাণ হয় যে কর্মগুণ দীক্ষা!

সেই কর্মজ্ঞান দান করিও হে বিধাতা
একমাত্র তুমিই ভরসা মোদের।
তুমিই সৃষ্টিকর্তা; তুমিই রব মানুষের
প্রকৃত মানুষ হওয়ার সুযোগ দাও।

তুমি ব্যতিত এ'ধরায় আর কেউ নেই
জন্ম-মৃত্যু তোমারই হাতে জেনেছি!
তুমি ছাড়া সঠিক পথেরই নাগল ভার
বিগত দিনে ভুল হলে ক্ষমা করিও।

আজিকের এই নতুন বৎসর সাদর গ্রহণ
করো একান্ত তোমার রহমত দ্বারা।
পুরাতন কোন ভুল ন্যায় পুনরাবৃত্তি ঘটে
সেই জীবন চাই না আর সামান্যে।

হে আল্লাহ্ ভাল কাজ-কর্মে-উৎসাহ দিও
নাপাকী-জাহান্নামী হতে রেখো দূরে!
তুমিই সর্ব কূল রক্ষাকারী এই পৃথিবীতে
রক্ষা করো আমায় সকল কূল-কিনারা।  

এই ওয়াদাই করি; হতে পারি যেন প্রকৃত
গুণি মানুষ। দান করো অফুরান্ত সুখ!
সমৃদ্ধি জীবন সায়াহৃ পরিভাষা পরিমন্ডল
যা তুমি পছন্দ করো তাই যেন করি।

যা তোমার পছন্দ নয়; তা করাো না মোটেও
এমন করেই দীক্ষা দিও আমায় মনটি।
সুশিক্ষা অবিরত সুজ্ঞান অর্জন সেবামান তটে
'নতুন বসৎরের কথাবলী'২০২৪ বরণে।
××××××××××××××××××××××
বাণী: নতুন বৎসর বরণীয় সেই জায়গায় কল্যাণকামী। যখনই মানুষ পিছনের ভুল-ভ্রান্ত্রি ভুলে নতুনকে সাদরে গ্রহণ করে উন্নত মন-মানসিকতা তৈরিতে ব্রত: হয়ে সুখ-সমৃদ্ধি জীবন-যাপন করাই উত্তম। আর তার জন্য চাই বৈধ ভাবে কঠোর পরিশ্রম বিনিময়েই প্রকৃত দীক্ষার্জন। তবেই নতুন বৎসর গ্রহণীয় অনন্য ভাবনায়।