নিজ নাক বোচা
ও ভাই কেন বোচা
জানেন কি?
অপরের কল্যাণ যার নিবেদিত মন
প্রাণ মাঝে অস্তিরতা আনচান।
ব্যাকুলতা ভরা মন
সেই মন কাউকে দেখলে বিপথগামী
করে থাকে বারণ সঠিক পথে চলরে।
ও ভাই বোন চাচা খালু সকল
কেউ তোমরা পর নও!
হও সঠিক পথ পথিক এ'ধরণীতে
কয় দিনের দুনিয়া!
আজ আছি কাল নেই
আসুন ভাই সত্য-নিষ্ঠায় চলি।
বয়স হয়েছে বুদ্ধিও আছে
কেন করছো অবিবেচক কর্মকান্ড?
আল্লাহ্ সবই দেখছেন ছাড় সব অনাচার
কে কারকথা শোনে ধূলাই অন্ধকার।
এই বলে জ্বি জ্বি ছাড়ছি সব ব্যাভিচার
সামন থেকে এলেই শুরূ যা তাই।
হাইরে মানুষ রঙ্গিন মানুষ আমরা
রঙ্গ ফুরালেই শেষ।
অভাব দেখাতে ভাই-বাপু দাও না
পেলেই কেটে পড়ে বলে বেচারা বোকা।
বোঝে না কিছুই নাক বোচা!
এই হল উপকার প্রতিদান মানুষ হতে মানুষেরই
নিজ হতে ভাল হও!
হতে হবে সঠিক পথের পথিক
তবেই জীবন ধন্য ও সফলতা পাবে।
সেই জীবনই কাম্য
এ'ধরণী সেরার সেরা উত্তমতা শোভা।
নিজের জীবন বলি দানে অপর কল্যাণে মন
শেষ মেষ দেখা বোকা নাক বোচা কলংঙ্ক।
***************************
বাণী: বোকা ও নাক বোচা! জানেন সেই সকল লোক কে বা কাহারা? যে সকল মানুষেরা জীবনে মানবতার কল্যাণে নিবেদিত ছিল ও রত রয়েছেন। আর সেই সকল লোকেরাই এক সময় অপদার্থদের নিকট হতে ঐ'রকম কথা শুনে থাকেন। এমন ধরণের অস্বীকার ও অপব্যাখ্যা উপকারীকে দেওয়া যা অববশ্যই বিধাতার অপছন্দনীয় ও ঘৃণিতও বটে।