হায়'রে কলাপ মন্দ চোখ থাকতে অন্ধ
বাজার থেকে আনা জবেহ করা মুরগী!
সুপারসপ বয় বানায়ে দেয়নি সেকথাটি
বাসায় এসে হাত-মুখ-পা ধৌত পৃর্বক!
হাতে নেই কলম-কাগজ ভাবনাতে রয়
মন স্থিরতা ধীর মনোবল কবিতা কথা;
স্ত্রী বলে দাওনা মুরগীটা কেঁটে দাওনা
বলি শোন একটু অপেক্ষা করো দিচ্ছি!
তবুও বারং বার বলে দাওনা বানায়ে
লেখা কি হয়নি কবিতা এখনো বল?
এখন বলি কবিরা লেখে কবিতা বেশ
কেউ কি চান কবি লেখুক মনের মত।
অপূর্ব ছন্দবেশ চমৎকার-শব্দ-চয়নে
শোভা ছড়াবে এ'ধরায় সকল পাঠক
পাঠিকা কবি সাহিত্যিক গল্পকারেরা
উত্তম সর্বোত্তম প্রেম প্রেয়সী মুক্তির।
কবিতা লিখতে লাগে নিরিবিলি ভাব
স্বর্গ সেরা আকাশ খানা সুন্দর স্নিগ্ধ!
পরিবেশে পেতে কবি রচনা পায় শব্দ
সেই শব্দমালা তৈরি হয় কবি কবিতা।
মুরগী কেঁটে দাওনা আগে এখন বলি
কে আছে এ'ধরাতে কবিদের কবিতা
লেখায় দেয় মর্যাদা সম্মান ভক্তি মন?
বাংলাতে জন্ম অনেক বাংলা নর-নারী।
আমরা প্রকৃত পক্ষে সম্মান জানাই কি
বাংলা ভাষার প্রতি; বাংলা বাঙ্গালী!
সবুজের সমারোহের শ্যামল এই দেশ
নদী নালা খাল বিল হাওড় বাওড় নদ!
অনেক গল্প আমরা জানি করি গল্প
আসল কথা কবিতা জানি আর লেখি
এমন মানুষেরা আছি বাংলায় ক'জনা?
সেই জায়গা যে জনেরা লেখে কবিতা।
তারা আবার মানুষ নাকি পাগলেরাই
লেখে উপন্যাস গল্প কবিতা সাহিত্য!
কত কবি ভাত পায় না অনাহারে কষ্ট
জীবন শেষ মেষ সর্বোস্ব মৃত্যু বরণ।
সেই না তাদের মূল্যায়ন করবে কে
এমন মানুষ পাওয়া দায় বাংলাতেই।
নিজ দেশের ভাষা আপন করে জানা
নিজে পালনে রই নেই সাথীতে সই।
কোন জরুরী বলি কবির সুযোগ দেই
লিখতে কবিতা কখনো না করি হেলা।
সেই সকল মানুষ দাওনা বিধাতা জন্ম
ধৃত হবে না কবি লেখা কবিতা প্রকাশ।
***********************
বাণী: কবিদের কবিতা লেখা অনেকেই করে না পছন্দ। কিন্তু শেষ মেষ কবি যখন নামকরা কবিও সাহিত্যিক হন। সবাই আপন পর বনে যান কতটা আপন। সেলফি ফোটো সেশন। কখনো মনেই হবে না কবির প্রতি অনাচার কোন লোকজন।