কোথায় গেলে দেখা মিলবে এমন নামটি
কারো চেনা জানা আছে এ'নাম?
মুনাফেক মানুষেরই নাম এ কেমন কথা
দেখতে কেমন; কোথায় বসবাস?
ব্যবহার আচার বেশ তো মন্দভাবা দায়
ঐ'মানুষ সেই দেখলাম কত ভাল।
সেই মানুষ কেমন করে আজ হল মুনাফেক?
মানুষ চেনা বড় দায় এ'ভব তটে।
কথা দিয়ে কথা রাখে না সেই তারা মুনাফেক
ওয়াদা বর-খেলাপ কারীরাও ঐ'!
মানুষ যে মুনাফেক হয় এই দেখলাম দু'নয়ন
মানুষ মান জবে মুনাফেক কিসে?
চলমান...